বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় -
A
ঢাকা প্রকাশ
B
সমকাল
C
বঙ্গদর্শন
D
শিখা
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) বঙ্গদর্শন। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
-
রচনা ও প্রেক্ষাপট:
• গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
• বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় গানটি অত্যন্ত জনপ্রিয় হয়।
• ১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গানটি প্রচার করেন।
• গানটি ব্রিটিশদের বঙ্গভঙ্গ প্রক্রিয়ার বিরোধিতা করে রচিত। -
সঙ্গীত ও প্রকাশনা:
• প্রথম ১০ পঙ্ক্তি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
• গানটি রবীন্দ্রনাথের ‘গীতবিতান’–এর স্বরবিতান অংশভুক্ত।
• সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তবে এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব পড়েছিল।
• প্রথম প্রকাশ: ‘বঙ্গদর্শন’ পত্রিকায়, ১৩১২ বঙ্গাব্দ (১৯০৫)। -
‘বঙ্গদর্শন’ পত্রিকা:
• প্রথম প্রকাশ: ১৮৭২, সম্পাদক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
• প্রধান লেখক: বঙ্কিমচন্দ্র; নিয়মিত লেখক ছিলেন গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ।
• বঙ্কিমচন্দ্রের পরে সম্পাদকত্বে ছিলেন সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র। -
অন্য পত্রিকাসমূহ (যেখানে গান প্রকাশিত হয়নি):
• ঢাকা প্রকাশ: ১৮৬১ সালে প্রথম প্রকাশিত, সম্পাদক: কৃষ্ণচন্দ্র মজুমদার।
• সমকাল: ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র, সম্পাদক: সিকান্দার আবু জাফর।
• শিখা: ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র, প্রথম সম্পাদক: আবুল হুসেন।
অতএব, ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়, যা সঠিক উত্তরকে নিশ্চিত করে।

0
Updated: 23 hours ago
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯২৬ সালে
B
১৯২৭ সালে
C
১৯২৮ সালে
D
১৯২৯ সালে
শিখা পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৭ সালে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রথম প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: আবুল হোসেন
-
উক্তি: "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" – প্রতিটি সংখ্যায় লেখা থাকতো।
-
মোট সংখ্যা: ৫টি
-
প্রথম সংখ্যা (১৯২৭): সম্পাদক – আবুল হোসেন
-
দ্বিতীয় সংখ্যা (১৯২৮) ও তৃতীয় সংখ্যা (১৯২৯): সম্পাদক – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা (১৯৩০): সম্পাদক – আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা (১৯৩১): সম্পাদক – আবুল ফজল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
Created: 1 day ago
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-

0
Updated: 1 day ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 2 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago