ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
A
সিরাজাম মুনিরা
B
হাতেমতায়ী
C
সাত সাগরের মাঝি
D
মুহূর্তের কবিতা
উত্তরের বিবরণ
ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি। তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী খ্যাতনামা কবি, যিনি বাংলা সাহিত্যে ইসলামি ঐতিহ্য, জাতীয়তাবোধ ও মুসলিম সংস্কৃতির পুনর্জাগরণের বার্তা ছড়িয়ে দেন। নিচে তাঁর জীবন, সাহিত্যকীর্তি ও উল্লেখযোগ্য তথ্যগুলো তুলে ধরা হলো।
-
জন্ম ও পরিচয়:
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। -
সাহিত্যজীবনের সূচনা ও খ্যাতি:
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা ‘লাশ’ কবিতা তাঁকে প্রথম পরিচিতি দেয়। একই বছর প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। -
সাত সাগরের মাঝি (১৯৪৪):
• এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
• রচনাকাল: ১৯৪৩–৪৪ খ্রিষ্টাব্দ।
• প্রকাশকাল: ১৯৪৪ খ্রিষ্টাব্দ।
• মোট কবিতা: ১৯টি।
• উল্লেখযোগ্য কবিতা: সিন্দবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি, সাত সাগরের মাঝি। -
কাব্যগ্রন্থটির বৈশিষ্ট্য:
• মুসলিম জাগরণের লক্ষ্য ফুটে উঠেছে।
• বাংলা প্রচলিত শব্দ বাদ দিয়ে আরবি-ফারসি শব্দ ব্যবহৃত হয়েছে।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজ বাস্তবতার প্রতিফলন ঘটেছে। -
উল্লেখযোগ্য কাব্য ও গ্রন্থসমূহ:
• আজাদ কর পাকিস্তান
• সিরাজাম মুনীরা (১৯৫২) – মোট ১৯টি কবিতা, প্রথম কবিতা "সিরাজাম মুনীরা"।
• হে বন্য স্বপ্নেরা
• ইকবালের নির্বাচিত কবিতা
• কাফেলা
• হাবেদা মরুর কাহিনী
• তসবির নামা
• দিলরুবা
• ঐতিহাসিক অনৈতিহাসিক কাব্য
• অনুস্বার
• ধোলাই কাব্য -
নাটক, কাহিনিকাব্য ও অন্যান্য রচনা:
• নৌফেল ও হাতেম (১৯৬১) → কাব্যনাট্য।
• মুহূর্তের কবিতা (১৯৬৩) → সনেট সংকলন; এতে ৯৩টি সনেট রয়েছে, রচিত শেক্সপিরীয়–পেত্রার্কীয় রীতিতে।
• হাতেমতায়ী (১৯৬৬) → কাহিনিকাব্য; এর জন্য আদমজি পুরস্কার পান।
• পাখির বাসা (১৯৬৫) → শিশুতোষ গ্রন্থ; এর জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন। -
পুরস্কার ও সম্মাননা:
• বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০)
• প্রেসিডেন্ট পুরস্কার Pride of Performance (১৯৬১)
• আদমজি পুরস্কার (১৯৬৬)
• ইউনেস্কো পুরস্কার (১৯৬৬)
• মরণোত্তর একুশে পদক (১৯৭৭)
• স্বাধীনতা পুরস্কার (১৯৮০) -
কবির মৃত্যু:
১৯৭৪ সালের ১৯ অক্টোবর, ঢাকায় ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন।

0
Updated: 23 hours ago
'লাশ' কবিতাটি ফররুখ আহমদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 day ago
A
সিন্দাবাদ
B
মুহূর্তের কবিতা
C
সাত সাগরের মাঝি
D
সিরাজাম মুনীরা
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ফররুখ আহমদ 'লাশ' কবিতা লিখে প্রথম খ্যাতি অর্জন করেন। এই কবিতাটি তাঁর 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ:
-
মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ
-
প্রকাশিত: ১৯৪৪
-
মোট কবিতা: ১৯টি
-
গ্রন্থের সর্বশেষে রয়েছে 'সাত সাগরের মাঝি' নামের কবিতা
-
অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি
-
-
ফররুখ আহমদ:
-
মুসলিম পুনর্জাগরণবাদী কবি
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রাম
-
বিখ্যাত কাহিনি কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ
-
একই বছর শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ইউনেস্কো পুরস্কার লাভ
-
-
ফররুখ আহমদের কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
-

0
Updated: 1 day ago
’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
বন্দে আলী মিয়া
B
ফররুখ আহমদ
C
আবুল ফজল
D
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমদ
-
ফররুখ আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিত।
-
তাঁর কবিতার মূল প্রবণতা হলো মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
পাখির বাসা গ্রন্থের জন্যে তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর

0
Updated: 1 week ago
ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
বরিশাল
B
কুষ্টিয়া
C
মাগুরা
D
যশোর
ফররুখ আহমদ
-
কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী একজন খ্যাতিমান কবি।
-
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো ‘সাত সাগরের মাঝি’।
-
১৯৪৪ সালের কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর বিখ্যাত কাহিনী কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
একই বছরে শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’-এর জন্য তিনি ইউনেস্কো পুরস্কার অর্জন করেন।
-
এছাড়াও ‘মুহূর্তের কবিতা’ তাঁর একটি সনেট সংকলন।
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago