What universal truth does Death of a Salesman reveal?
A
That blind pursuit of false dreams leads to self-destruction
B
That success always comes to the hardworking
C
That family love solves all problems
D
That wealth ensures happiness
উত্তরের বিবরণ
Arthur Miller-এর এই নাটক কেবল একজন সেলসম্যানের গল্প নয়, বরং একটি সার্বজনীন সত্য প্রকাশ করে। Willy অন্ধভাবে ভ্রান্ত আমেরিকান ড্রিমকে আঁকড়ে ধরে—বিশ্বাস করে charm, popularity আর বাহ্যিক সাফল্যই জীবনের মূল। এই ভুল ধারণাই তাকে ধ্বংস করে। পরিবার, চাকরি, মানসিক শান্তি—সব হারায়। নাটক দর্শককে সতর্ক করে দেয়—যদি মানুষ বাস্তবতাকে অস্বীকার করে মিথ্যা স্বপ্নের পিছনে ছুটে, তবে তার জীবনে আসবে আত্মবিনাশ। তাই নাটকটি সাধারণ মানুষের ট্র্যাজেডি হলেও বার্তাটি সর্বজনীন।
0
Updated: 1 month ago
What is the significance of the American Dream in the play "Death of a Salesman "?
Created: 1 month ago
A
It guarantees happiness
B
It pressures Willy and contributes to his downfall
C
It is irrelevant
D
It provides moral guidance
Death of a Salesman নাটকে American Dream উইলির উপর চাপ সৃষ্টি করে। তিনি চায় সমাজ তাকে সফল, জনপ্রিয় এবং ধনী মনে করুক। এই বিশ্বাস তাকে বাস্তবতা থেকে দূরে রাখে।
Arthur Miller দেখান যে, American Dream-এর অযথাযথ প্রত্যাশা মানুষের জীবনের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং আত্ম-পরিচয় এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। উইলির আত্মহত্যা এবং মানসিক বিপর্যয় এই স্বপ্নের নেতিবাচক প্রভাবের চূড়ান্ত প্রতিফলন।
0
Updated: 1 month ago
What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
Created: 1 month ago
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।
0
Updated: 1 month ago
What is the dramatic role of Howard Wagner?
Created: 1 month ago
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।
0
Updated: 1 month ago