What role does Linda play in the tragedy of Willy Loman?
A
She forces Willy to keep working
B
She protects Willy but also enables his illusions
C
She blames Biff for everything
D
She encourages Willy to commit suicide
উত্তরের বিবরণ
Linda একজন স্নেহময়ী স্ত্রী। তিনি সবসময় Willy-কে রক্ষা করেন, তাকে সমর্থন দেন। কিন্তু তার ভালোবাসা কখনও কখনও Willy-এর ভ্রান্তি টিকিয়ে রাখতেও সাহায্য করে। তিনি Willy-এর ভুল স্বপ্নকে প্রশ্ন করেননি, বরং তাকে সহানুভূতি দিয়ে শক্তি দেন। এতে Willy নিজের ভ্রান্ত বিশ্বাসে আরও আটকে যায়। Linda দোষী নন, কিন্তু তার স্নেহ নাটকের ট্র্যাজেডিকে গভীর করেছে। তাই তিনি simultaneously protector এবং enabler।

0
Updated: 1 day ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 1 day ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।

0
Updated: 1 day ago
What is the dramatic role of Howard Wagner?
Created: 1 day ago
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।

0
Updated: 1 day ago
What does the “rubber hose” symbolize in the play?
Created: 1 day ago
A
Linda’s sacrifice
B
Willy’s suicidal desire and hopelessness
C
Biff’s rejection of his father
D
Ben’s adventurous life
রাবারের পাইপ নাটকের সবচেয়ে শক্তিশালী প্রতীক। Linda এটি আবিষ্কার করে এবং বুঝতে পারে Willy গ্যাস খুলে আত্মহত্যা করতে চায়। এটি তার গভীর হতাশা ও মৃত্যুকামী মানসিকতার প্রকাশ। অর্থনৈতিক চাপ, চাকরি হারানো এবং আত্মসম্মান ভেঙে পড়ার ফলে সে মৃত্যুকে মুক্তি মনে করে। রাবারের পাইপ আসলে ভ্রান্ত আমেরিকান ড্রিমের ভয়াবহ পরিণতি—যেখানে একজন মানুষ জীবনে ব্যর্থ হয়ে মৃত্যুর পথ বেছে নেয়। এটি নাটকের ট্র্যাজিক পরিণতির পূর্বাভাসও বটে।

0
Updated: 1 day ago