What does Happy symbolize in contrast to Biff?
A
Blind continuation of Willy’s illusions
B
Rejection of the American Dream
C
Success through hard work
D
Connection with nature
উত্তরের বিবরণ
Happy হলো Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিমের ধারাবাহিকতা। সে শেষ দৃশ্যে ঘোষণা দেয় যে বাবার স্বপ্ন সে পূর্ণ করবে। Happy ব্যবসার সিঁড়ি বেয়ে উঠতে চায়, যদিও সে জানে এই পথ মিথ্যা। অন্যদিকে, Biff সত্যকে মেনে নেয় এবং বাবার স্বপ্ন প্রত্যাখ্যান করে। এই দ্বন্দ্ব নাটকের কেন্দ্রে—একদিকে ভ্রান্ত স্বপ্নের ধারাবাহিকতা (Happy), অন্যদিকে মুক্তির পথ (Biff)। তাই Happy প্রতীক ভ্রান্তির অন্ধ ধারাবাহিকতার।

0
Updated: 23 hours ago
What does the insurance money mean in the play?
Created: 23 hours ago
A
Willy’s hope to provide for family even after death
B
Linda’s financial independence
C
Biff’s chance to start a business
D
Charley’s repayment of debt
Insurance money নাটকের এক অন্ধকার প্রতীক। Willy ভাবে, আত্মহত্যার পর বীমার টাকা পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাস, যেখানে মৃত্যুর মাধ্যমে সাফল্য আসবে বলে সে মনে করে। বাস্তবে এটি পরিবারকে সুখ দেয় না। Linda শূন্য হয়ে যায়, Biff সত্যকে আঁকড়ে ধরে, আর Happy বাবার ভুল স্বপ্ন আঁকড়ে ধরে। যদিও Willy ভেবেছিল এটি হবে তার গর্বের উত্তরাধিকার, আসলে এটি দেখায়—মিথ্যা আমেরিকান ড্রিম একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই insurance money কোনো মুক্তি নয়, বরং ট্র্যাজেডির প্রতীক।

0
Updated: 23 hours ago
Why does Willy refuse Charley’s job offer?
Created: 23 hours ago
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 23 hours ago
What is the dramatic role of Howard Wagner?
Created: 23 hours ago
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।

0
Updated: 23 hours ago