Why is the Boston hotel scene considered the climax of the play?
A
Because it reveals Willy’s betrayal and Biff’s disillusionment
B
Because Willy gets fired
C
Because Linda confronts Willy
D
Because Charley lends money
উত্তরের বিবরণ
Boston hotel scene হলো নাটকের মূল টার্নিং পয়েন্ট। এখানে Biff আবিষ্কার করে তার বাবা Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। এই মুহূর্তে তার বাবার প্রতি সব ভরসা ভেঙে যায়। সে Willy-কে “fake” বলে ডাকে। এখান থেকেই Biff-এর জীবনের পথ অন্ধকারে ঢুকে পড়ে, সে পড়াশোনা ছেড়ে দেয়, উদ্দেশ্যহীন হয়ে যায়। তাই এটি নাটকের climax—যেখানে পারিবারিক বিশ্বাস ভেঙে যায়। Willy-এর চাকরি হারানো (b), Linda-র মুখোমুখি হওয়া (c), বা Charley-র টাকা ধার দেওয়া (d) গুরুত্বপূর্ণ হলেও climax নয়।

0
Updated: 23 hours ago
What role does Linda play in the tragedy of Willy Loman?
Created: 23 hours ago
A
She forces Willy to keep working
B
She protects Willy but also enables his illusions
C
She blames Biff for everything
D
She encourages Willy to commit suicide
Linda একজন স্নেহময়ী স্ত্রী। তিনি সবসময় Willy-কে রক্ষা করেন, তাকে সমর্থন দেন। কিন্তু তার ভালোবাসা কখনও কখনও Willy-এর ভ্রান্তি টিকিয়ে রাখতেও সাহায্য করে। তিনি Willy-এর ভুল স্বপ্নকে প্রশ্ন করেননি, বরং তাকে সহানুভূতি দিয়ে শক্তি দেন। এতে Willy নিজের ভ্রান্ত বিশ্বাসে আরও আটকে যায়। Linda দোষী নন, কিন্তু তার স্নেহ নাটকের ট্র্যাজেডিকে গভীর করেছে। তাই তিনি simultaneously protector এবং enabler।

0
Updated: 23 hours ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 23 hours ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।

0
Updated: 23 hours ago
What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
Created: 1 day ago
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।

0
Updated: 1 day ago