What is the function of the flute motif in the beginning and end of the play?
A
It shows Happy’s illusions
B
It represents Biff’s success
C
It signals Charley’s wisdom
D
It symbolizes Willy’s father and lost natural harmony
উত্তরের বিবরণ
নাটকের শুরু ও শেষের দিকে বাঁশির সুর বাজে। এটি Willy-এর বাবার প্রতীক, যিনি কাঠের কাজ করতেন এবং বাঁশি বাজাতেন। বাঁশির সুর Willy-র অবচেতন মনে প্রকৃতির শান্তি, শেকড়ের সংযোগ এবং হারানো সঙ্গতির কথা মনে করিয়ে দেয়। নাটকের বাণিজ্যিক দুনিয়ার কোলাহলের সঙ্গে এটি তীব্র বৈপরীত্য তৈরি করে। এখানে বোঝানো হয়—Willy প্রকৃতির সহজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যা আমেরিকান ড্রিমের ফাঁদে পড়েছে। তাই flute হলো ভাঙা শেকড়ের প্রতীক।
0
Updated: 1 month ago
Who are Willy Loman’s sons?
Created: 1 month ago
A
Biff and Happy
B
Charley and Bernard
C
Howard and Ben
D
Jim and Ben
উইলির দুই ছেলে হলো Biff এবং Happy। Death of a Salesman এ, তারা পিতার স্বপ্ন, মানসিক চাপ এবং প্রত্যাশার মধ্য দিয়ে বড় হয়। Biff তার বাস্তব চাহিদা ও পিতার স্বপ্নের মধ্যে দ্বন্দ্বে থাকে। Happy পিতার চাপ এবং সমাজের প্রত্যাশার জন্য তার জীবন পরিচালনা করে।
তাদের চরিত্রের মাধ্যমে Arthur Miller দেখান যে, পরিবারের ভেতরের সম্পর্ক এবং পিতার অহংকার সন্তানের মানসিক বিকাশ এবং জীবনের পথে প্রভাব ফেলে।
0
Updated: 1 month ago
Why is the Requiem scene important in the play?
Created: 1 month ago
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago