What is the function of the flute motif in the beginning and end of the play?
A
It shows Happy’s illusions
B
It represents Biff’s success
C
It signals Charley’s wisdom
D
It symbolizes Willy’s father and lost natural harmony
উত্তরের বিবরণ
নাটকের শুরু ও শেষের দিকে বাঁশির সুর বাজে। এটি Willy-এর বাবার প্রতীক, যিনি কাঠের কাজ করতেন এবং বাঁশি বাজাতেন। বাঁশির সুর Willy-র অবচেতন মনে প্রকৃতির শান্তি, শেকড়ের সংযোগ এবং হারানো সঙ্গতির কথা মনে করিয়ে দেয়। নাটকের বাণিজ্যিক দুনিয়ার কোলাহলের সঙ্গে এটি তীব্র বৈপরীত্য তৈরি করে। এখানে বোঝানো হয়—Willy প্রকৃতির সহজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যা আমেরিকান ড্রিমের ফাঁদে পড়েছে। তাই flute হলো ভাঙা শেকড়ের প্রতীক।

0
Updated: 23 hours ago
What does Linda mean when she says “We’re free” in the Requiem?
Created: 23 hours ago
A
They are free from debt but trapped in grief
B
They are finally rich and happy
C
They are free to leave Willy
D
They are free to follow Biff
Requiem-এ Linda বলে—“We’re free.” এর আক্ষরিক মানে হলো ঋণ শোধ হয়ে গেছে, বাড়িটি এখন তাদের নিজের। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তীব্র বিদ্রূপ। বাড়ি পরিশোধ হলো ঠিকই, কিন্তু Willy আর নেই। অর্থাৎ আর্থিক স্বাধীনতা এসেছে, কিন্তু ব্যক্তিগত জীবনে এসেছে অপূরণীয় ক্ষতি। এটি নাটকের বিদ্রূপাত্মক ট্র্যাজিক সমাপ্তি—যেখানে স্বপ্ন পূর্ণ হলেও জীবনের অর্থ শূন্য হয়ে যায়। ধনী হওয়া (b), Willy-কে ত্যাগ করা (c) বা Biff-এর পথে হাঁটা (d) নয়—এটি কেবল শূন্য সাফল্যের প্রতীক।

0
Updated: 23 hours ago
Why does Linda repeatedly say, “Attention must be paid”?
Created: 1 day ago
A
To show her authority over the sons
B
To insist that Willy’s suffering deserves dignity
C
To criticize Charley’s behavior
D
To demand insurance money
Linda বারবার বলে—“Attention must be paid.” এই লাইন পুরো নাটকের আবেগের কেন্দ্র। Willy ব্যর্থ হলেও, তিনি একজন মানুষ, একজন স্বামী, একজন বাবা। তার কষ্টকে অবহেলা করা যায় না। Linda এই লাইন দিয়ে সমাজকে এবং তার সন্তানদের মনে করিয়ে দেন, Willy সম্মানের যোগ্য। এখানে নাট্যকার দেখিয়েছেন কিভাবে সমাজ অর্থনৈতিক সফলতাকেই মাপকাঠি বানায়, অথচ মানবিক মর্যাদা ভুলে যায়। Linda-র কণ্ঠ নাটককে মানবিক করে তোলে এবং Willy-এর করুণ অবস্থা দর্শকের চোখে আরও স্পষ্ট হয়।

0
Updated: 1 day ago
What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
Created: 1 day ago
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।

0
Updated: 1 day ago