Why is Death of a Salesman called a “modern tragedy”?
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
উত্তরের বিবরণ
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 23 hours ago
Which character in the play represents realism and practical wisdom?
Created: 1 day ago
A
Charley
B
Willy
C
Biff
D
Happy
Charley হলো নাটকের সবচেয়ে বাস্তববাদী চরিত্র। তিনি Willy-এর প্রতিবেশী, যিনি সবসময় সহানুভূতি দেখান। Charley বুঝতে পারে বাস্তবতা হলো কঠোর পরিশ্রম ও সততা, স্বপ্নবাজ ভ্রান্তি নয়। তিনি Willy-কে টাকা ধার দেন, চাকরির অফার করেন, কিন্তু Willy অহংকারে তা প্রত্যাখ্যান করে। Charley প্রমাণ করে, স্থিরতা আর পরিশ্রম দিয়ে মানুষ টিকে থাকতে পারে। তিনি American Dream-এর ভ্রান্ত ধারণায় বিশ্বাসী নন, বরং বাস্তব সফলতার প্রতীক। Willy ও Happy ভ্রান্ত স্বপ্ন আঁকড়ে ধরে, আর Biff দেরিতে সত্য বুঝলেও শুরুতে বিভ্রান্ত ছিল। তাই সঠিক উত্তর Charley।

0
Updated: 1 day ago
What does Happy symbolize in contrast to Biff?
Created: 23 hours ago
A
Blind continuation of Willy’s illusions
B
Rejection of the American Dream
C
Success through hard work
D
Connection with nature
Happy হলো Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিমের ধারাবাহিকতা। সে শেষ দৃশ্যে ঘোষণা দেয় যে বাবার স্বপ্ন সে পূর্ণ করবে। Happy ব্যবসার সিঁড়ি বেয়ে উঠতে চায়, যদিও সে জানে এই পথ মিথ্যা। অন্যদিকে, Biff সত্যকে মেনে নেয় এবং বাবার স্বপ্ন প্রত্যাখ্যান করে। এই দ্বন্দ্ব নাটকের কেন্দ্রে—একদিকে ভ্রান্ত স্বপ্নের ধারাবাহিকতা (Happy), অন্যদিকে মুক্তির পথ (Biff)। তাই Happy প্রতীক ভ্রান্তির অন্ধ ধারাবাহিকতার।

0
Updated: 23 hours ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 23 hours ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।

0
Updated: 23 hours ago