What does Linda mean when she says “We’re free” in the Requiem?
A
They are free from debt but trapped in grief
B
They are finally rich and happy
C
They are free to leave Willy
D
They are free to follow Biff
উত্তরের বিবরণ
Requiem-এ Linda বলে—“We’re free.” এর আক্ষরিক মানে হলো ঋণ শোধ হয়ে গেছে, বাড়িটি এখন তাদের নিজের। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তীব্র বিদ্রূপ। বাড়ি পরিশোধ হলো ঠিকই, কিন্তু Willy আর নেই। অর্থাৎ আর্থিক স্বাধীনতা এসেছে, কিন্তু ব্যক্তিগত জীবনে এসেছে অপূরণীয় ক্ষতি। এটি নাটকের বিদ্রূপাত্মক ট্র্যাজিক সমাপ্তি—যেখানে স্বপ্ন পূর্ণ হলেও জীবনের অর্থ শূন্য হয়ে যায়। ধনী হওয়া (b), Willy-কে ত্যাগ করা (c) বা Biff-এর পথে হাঁটা (d) নয়—এটি কেবল শূন্য সাফল্যের প্রতীক।

0
Updated: 1 day ago
What role does Linda play in the tragedy of Willy Loman?
Created: 1 day ago
A
She forces Willy to keep working
B
She protects Willy but also enables his illusions
C
She blames Biff for everything
D
She encourages Willy to commit suicide
Linda একজন স্নেহময়ী স্ত্রী। তিনি সবসময় Willy-কে রক্ষা করেন, তাকে সমর্থন দেন। কিন্তু তার ভালোবাসা কখনও কখনও Willy-এর ভ্রান্তি টিকিয়ে রাখতেও সাহায্য করে। তিনি Willy-এর ভুল স্বপ্নকে প্রশ্ন করেননি, বরং তাকে সহানুভূতি দিয়ে শক্তি দেন। এতে Willy নিজের ভ্রান্ত বিশ্বাসে আরও আটকে যায়। Linda দোষী নন, কিন্তু তার স্নেহ নাটকের ট্র্যাজেডিকে গভীর করেছে। তাই তিনি simultaneously protector এবং enabler।

0
Updated: 1 day ago
Who wrote Death of a Salesman?
Created: 1 month ago
A
Arthur Miller
B
Samuel Beckett
C
T. S. Eliot
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
Why does Biff steal things repeatedly in the play?
Created: 1 day ago
A
To rebel against Willy’s values and illusions
B
To earn money for family
C
To prove he is clever
D
To take revenge on Charley
Biff বারবার চুরি করে, যেমন হাইস্কুলে ফুটবল আর পরে Bill Oliver-এর কলম। এগুলো কেবল অপরাধ নয়, বরং প্রতীকী বিদ্রোহ। Willy সবসময় তাকে বলেছে charm আর ব্যক্তিত্বই সাফল্য আনে, কঠোর পরিশ্রম নয়। Biff চুরির মাধ্যমে অবচেতনভাবে সেই ভ্রান্ত স্বপ্নকে প্রত্যাখ্যান করে। সে সঠিকভাবে কাজ করে সফল হতে পারে না, কারণ বাবার স্বপ্ন তাকে বিভ্রান্ত করেছে। চুরি তার হতাশা ও বিদ্রোহের বহিঃপ্রকাশ। টাকা কামানো (b), cleverness প্রমাণ (c) বা Charley-এর বিরুদ্ধে প্রতিশোধ (d) আসল কারণ নয়।

0
Updated: 1 day ago