What does Linda mean when she says “We’re free” in the Requiem?
A
They are free from debt but trapped in grief
B
They are finally rich and happy
C
They are free to leave Willy
D
They are free to follow Biff
উত্তরের বিবরণ
Requiem-এ Linda বলে—“We’re free.” এর আক্ষরিক মানে হলো ঋণ শোধ হয়ে গেছে, বাড়িটি এখন তাদের নিজের। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তীব্র বিদ্রূপ। বাড়ি পরিশোধ হলো ঠিকই, কিন্তু Willy আর নেই। অর্থাৎ আর্থিক স্বাধীনতা এসেছে, কিন্তু ব্যক্তিগত জীবনে এসেছে অপূরণীয় ক্ষতি। এটি নাটকের বিদ্রূপাত্মক ট্র্যাজিক সমাপ্তি—যেখানে স্বপ্ন পূর্ণ হলেও জীবনের অর্থ শূন্য হয়ে যায়। ধনী হওয়া (b), Willy-কে ত্যাগ করা (c) বা Biff-এর পথে হাঁটা (d) নয়—এটি কেবল শূন্য সাফল্যের প্রতীক।
0
Updated: 1 month ago
"What is the role of the character Linda Loman in Arthur Miller's play Death of a Salesman?"
Created: 1 month ago
A
She is indifferent to her husband
B
She is a rival to Willy
C
She is a supportive wife trying to protect Willy
D
She encourages Willy’s flaws
Linda Loman নাটকে উইলির স্ত্রী হিসেবে উপস্থিত। তিনি তার স্বামীকে মানসিক ও আবেগিক সমর্থন দেন। Death of a Salesman এ, Linda বারবার উইলির ভুল সিদ্ধান্ত এবং স্বপ্নের পিছু না ফেলার কারণে তাকে সমর্থন এবং সান্ত্বনা দেয়। তিনি পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন।
Arthur Miller-এর মাধ্যমে Linda চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে স্ত্রী এবং পরিবারের রক্ষণশীল ভূমিকার গুরুত্ব, এবং কীভাবে পরিবার একটি মানুষের মানসিক অবস্থা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে।
0
Updated: 1 month ago
What is the dramatic significance of Willy’s suicide?
Created: 1 month ago
A
It is an accident
B
Last attempt to fulfill the American Dream
C
It shows his love for Linda
D
It is Ben’s advice to him
Willy-এর আত্মহত্যা নাটকের মর্মান্তিক সমাপ্তি। সে ভাবে, মৃত্যুর পর বীমার টাকা পরিবারকে নিরাপত্তা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। জীবদ্দশায় সফল না হলেও মৃত্যুর মাধ্যমে অন্তত কিছু রেখে যাবে—এমনই তার ধারণা। কিন্তু এটি আসলে আত্মপ্রবঞ্চনা। তার মৃত্যু পরিবারকে সুখ দেয় না, বরং ভাঙনকে আরও বাড়িয়ে তোলে। নাট্যকার এখানে দেখিয়েছেন যে আমেরিকান ড্রিম আসলে একটি বিভ্রম, যা সাধারণ মানুষকে ধ্বংস করে। Willy-এর মৃত্যু পুরো সমাজের ব্যর্থতার প্রতীক।
0
Updated: 1 month ago
What does Happy’s final vow at the Requiem reveal about him?
Created: 1 month ago
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।
0
Updated: 1 month ago