Why does Biff steal things repeatedly in the play?
A
To rebel against Willy’s values and illusions
B
To earn money for family
C
To prove he is clever
D
To take revenge on Charley
উত্তরের বিবরণ
Biff বারবার চুরি করে, যেমন হাইস্কুলে ফুটবল আর পরে Bill Oliver-এর কলম। এগুলো কেবল অপরাধ নয়, বরং প্রতীকী বিদ্রোহ। Willy সবসময় তাকে বলেছে charm আর ব্যক্তিত্বই সাফল্য আনে, কঠোর পরিশ্রম নয়। Biff চুরির মাধ্যমে অবচেতনভাবে সেই ভ্রান্ত স্বপ্নকে প্রত্যাখ্যান করে। সে সঠিকভাবে কাজ করে সফল হতে পারে না, কারণ বাবার স্বপ্ন তাকে বিভ্রান্ত করেছে। চুরি তার হতাশা ও বিদ্রোহের বহিঃপ্রকাশ। টাকা কামানো (b), cleverness প্রমাণ (c) বা Charley-এর বিরুদ্ধে প্রতিশোধ (d) আসল কারণ নয়।
0
Updated: 1 month ago
What does Willy’s planting of seeds symbolize?
Created: 1 month ago
A
His desire to start farming
B
His wish to impress Ben
C
His hope to leave behind something meaningful
D
His anger at Biff
রাতের অন্ধকারে Willy বাগানে বীজ রোপণ করে। এটি নাটকের অন্যতম প্রতীকী দৃশ্য। সে মনে করে তার জীবনে কিছুই সফল হয়নি। তাই শেষ চেষ্টা হিসেবে অন্তত কিছু গাছ লাগাতে চায়, যাতে মৃত্যুর পর পরিবারের কাছে কিছু থেকে যায়। এটি তার হতাশা, শূন্যতা এবং ব্যর্থতার প্রতীক। বীজ রোপণ হলো অর্থহীন প্রচেষ্টা, কারণ মাটিতে আলো নেই, গাছ জন্মাবে না। এটি আমেরিকান ড্রিমের শূন্য প্রতিশ্রুতির প্রতিফলন।
0
Updated: 1 month ago
Who is Ben in Arthur Miller’s play Death of a Salesman?
Created: 1 month ago
A
Willy’s brother
B
Willy’s wealthy, adventurous brother
C
Willy’s friend
D
A business rival
Ben হলো উইলির ভাই, যিনি ধনী এবং সাহসী। Death of a Salesman এ, Ben-এর চরিত্র উইলিকে উদ্দীপনা দেয় এবং তার স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। তিনি একজন সাফল্যপ্রাপ্ত ব্যক্তির উদাহরণ, যা উইলির অস্থিরতা এবং হতাশা আরও বৃদ্ধি করে।
Miller দেখান কিভাবে একটি আদর্শ এবং বাস্তব জীবনের তুলনা মানুষের মানসিক দ্বন্দ্ব এবং স্বপ্নের প্রতি আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারে।
0
Updated: 1 month ago
In Death of a Salesman, how does the playwright depict the conflict between reality and illusion in Willy Loman’s life?”
Created: 1 month ago
A
Willy always faces reality
B
Willy often escapes reality with illusions and dreams
C
Dreams are shown as achievable
D
Reality is ignored by all characters
Death of a Salesman এ Willy লোমান বাস্তবতা থেকে পালিয়ে কল্পনা এবং অতীতের স্মৃতিতে জীবন কাটান। Arthur Miller দেখান যে, তাঁর স্বপ্ন এবং American Dream-এর অতিরঞ্জিত প্রত্যাশা তাকে বাস্তব জীবন এবং পারিবারিক সম্পর্কের সঙ্গে সংঘর্ষে ফেলে।
নাটকে এই বাস্তবতা বনাম কল্পনার দ্বন্দ্ব তার মানসিক ধ্বংস, পরিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং চূড়ান্ত ট্র্যাজেডির মূল উৎস।
0
Updated: 1 month ago