Why does Biff steal things repeatedly in the play?
A
To rebel against Willy’s values and illusions
B
To earn money for family
C
To prove he is clever
D
To take revenge on Charley
উত্তরের বিবরণ
Biff বারবার চুরি করে, যেমন হাইস্কুলে ফুটবল আর পরে Bill Oliver-এর কলম। এগুলো কেবল অপরাধ নয়, বরং প্রতীকী বিদ্রোহ। Willy সবসময় তাকে বলেছে charm আর ব্যক্তিত্বই সাফল্য আনে, কঠোর পরিশ্রম নয়। Biff চুরির মাধ্যমে অবচেতনভাবে সেই ভ্রান্ত স্বপ্নকে প্রত্যাখ্যান করে। সে সঠিকভাবে কাজ করে সফল হতে পারে না, কারণ বাবার স্বপ্ন তাকে বিভ্রান্ত করেছে। চুরি তার হতাশা ও বিদ্রোহের বহিঃপ্রকাশ। টাকা কামানো (b), cleverness প্রমাণ (c) বা Charley-এর বিরুদ্ধে প্রতিশোধ (d) আসল কারণ নয়।

0
Updated: 23 hours ago
What universal truth does Death of a Salesman reveal?
Created: 23 hours ago
A
That blind pursuit of false dreams leads to self-destruction
B
That success always comes to the hardworking
C
That family love solves all problems
D
That wealth ensures happiness
Arthur Miller-এর এই নাটক কেবল একজন সেলসম্যানের গল্প নয়, বরং একটি সার্বজনীন সত্য প্রকাশ করে। Willy অন্ধভাবে ভ্রান্ত আমেরিকান ড্রিমকে আঁকড়ে ধরে—বিশ্বাস করে charm, popularity আর বাহ্যিক সাফল্যই জীবনের মূল। এই ভুল ধারণাই তাকে ধ্বংস করে। পরিবার, চাকরি, মানসিক শান্তি—সব হারায়। নাটক দর্শককে সতর্ক করে দেয়—যদি মানুষ বাস্তবতাকে অস্বীকার করে মিথ্যা স্বপ্নের পিছনে ছুটে, তবে তার জীবনে আসবে আত্মবিনাশ। তাই নাটকটি সাধারণ মানুষের ট্র্যাজেডি হলেও বার্তাটি সর্বজনীন।

0
Updated: 23 hours ago
Why does Biff call Willy a “fake” in Boston?
Created: 1 day ago
A
Because Willy lied about money
B
Because Willy refused to support Biff
C
Because Willy lost his job
D
Because Biff discovered Willy’s affair with another woman
Boston হোটেল দৃশ্য নাটকের টার্নিং পয়েন্ট। এখানে Biff তার বাবার প্রতি ভরসা চিরতরে হারায়। সে দেখে Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। তখন সে বলে—“You fake!”। এই আবিষ্কার Biff-এর জীবনে ট্রমা সৃষ্টি করে। সে পড়াশোনা ছেড়ে দেয়, কোনো কাজেই সফল হয় না। Willy-এর স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিরাট ফারাক প্রকাশ পায়। এই মুহূর্তে Biff বুঝে যায়, তার বাবা একজন মিথ্যা জীবনযাপনকারী মানুষ। এটি পুরো নাটকের ট্র্যাজিক সংঘাতকে তীব্র করে।

0
Updated: 1 day ago
Why is the Requiem scene important in the play?
Created: 1 day ago
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।

0
Updated: 1 day ago