What is the dramatic role of Howard Wagner?
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
উত্তরের বিবরণ
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।

0
Updated: 1 day ago
What does Willy’s planting of seeds symbolize?
Created: 1 day ago
A
His desire to start farming
B
His wish to impress Ben
C
His hope to leave behind something meaningful
D
His anger at Biff
রাতের অন্ধকারে Willy বাগানে বীজ রোপণ করে। এটি নাটকের অন্যতম প্রতীকী দৃশ্য। সে মনে করে তার জীবনে কিছুই সফল হয়নি। তাই শেষ চেষ্টা হিসেবে অন্তত কিছু গাছ লাগাতে চায়, যাতে মৃত্যুর পর পরিবারের কাছে কিছু থেকে যায়। এটি তার হতাশা, শূন্যতা এবং ব্যর্থতার প্রতীক। বীজ রোপণ হলো অর্থহীন প্রচেষ্টা, কারণ মাটিতে আলো নেই, গাছ জন্মাবে না। এটি আমেরিকান ড্রিমের শূন্য প্রতিশ্রুতির প্রতিফলন।

0
Updated: 1 day ago
What is the dramatic significance of Willy’s suicide?
Created: 1 day ago
A
It is an accident
B
Last attempt to fulfill the American Dream
C
It shows his love for Linda
D
It is Ben’s advice to him
Willy-এর আত্মহত্যা নাটকের মর্মান্তিক সমাপ্তি। সে ভাবে, মৃত্যুর পর বীমার টাকা পরিবারকে নিরাপত্তা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। জীবদ্দশায় সফল না হলেও মৃত্যুর মাধ্যমে অন্তত কিছু রেখে যাবে—এমনই তার ধারণা। কিন্তু এটি আসলে আত্মপ্রবঞ্চনা। তার মৃত্যু পরিবারকে সুখ দেয় না, বরং ভাঙনকে আরও বাড়িয়ে তোলে। নাট্যকার এখানে দেখিয়েছেন যে আমেরিকান ড্রিম আসলে একটি বিভ্রম, যা সাধারণ মানুষকে ধ্বংস করে। Willy-এর মৃত্যু পুরো সমাজের ব্যর্থতার প্রতীক।

0
Updated: 1 day ago
Why is the Requiem scene important in the play?
Created: 1 day ago
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।

0
Updated: 1 day ago