What is the dramatic role of Howard Wagner?
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
উত্তরের বিবরণ
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।
0
Updated: 1 month ago
Who is Willy Loman in Death of a Salesman?
Created: 2 months ago
A
A salesman
B
A teacher
C
A doctor
D
A lawyer
0
Updated: 2 months ago
What does the character of Ben symbolize in the play?
Created: 1 month ago
A
The danger of dishonesty
B
The adventurous success
C
The failure of education
D
The illusion of friendship
Ben, Willy-এর ভাই, আফ্রিকায় গিয়ে হীরার খনি আবিষ্কার করে ধনী হয়েছিল। নাটকে তিনি Willy-এর কল্পনায় বারবার আসে। Ben প্রতীক adventure, ঝুঁকি এবং সাফল্যের—যা আমেরিকান ড্রিমের বাইরের পথ। Willy আফসোস করে, যদি সে Ben-এর মতো হতো, তাহলে হয়তো সফল হতো। আসলে Ben হলো সেই বিকল্প স্বপ্নের প্রতীক, যা Willy বেছে নেয়নি। তিনি শিক্ষা বা বন্ধুত্বের প্রতীক নন (c, d), dishonest ছিলেন না (a)। তিনি দেখায়—যে সুযোগ হারিয়েছে Willy, সেই সাহসী সাফল্য অন্য কেউ পেয়েছে।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago