Why does Willy refuse Charley’s job offer?
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
উত্তরের বিবরণ
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 1 day ago
What is the dramatic significance of Willy’s suicide?
Created: 1 day ago
A
It is an accident
B
Last attempt to fulfill the American Dream
C
It shows his love for Linda
D
It is Ben’s advice to him
Willy-এর আত্মহত্যা নাটকের মর্মান্তিক সমাপ্তি। সে ভাবে, মৃত্যুর পর বীমার টাকা পরিবারকে নিরাপত্তা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। জীবদ্দশায় সফল না হলেও মৃত্যুর মাধ্যমে অন্তত কিছু রেখে যাবে—এমনই তার ধারণা। কিন্তু এটি আসলে আত্মপ্রবঞ্চনা। তার মৃত্যু পরিবারকে সুখ দেয় না, বরং ভাঙনকে আরও বাড়িয়ে তোলে। নাট্যকার এখানে দেখিয়েছেন যে আমেরিকান ড্রিম আসলে একটি বিভ্রম, যা সাধারণ মানুষকে ধ্বংস করে। Willy-এর মৃত্যু পুরো সমাজের ব্যর্থতার প্রতীক।

0
Updated: 1 day ago
What is the dramatic role of Howard Wagner?
Created: 1 day ago
A
To show the cruelty of the business world
B
To mentor Willy in his career
C
To help Biff find a job
D
To represent family loyalty
Howard Wagner, Willy-এর বস, ব্যবসার নির্মমতা প্রকাশ করে। Willy বহু বছর তার প্রতিষ্ঠানে কাজ করলেও Howard তাকে কোনো সম্মান দেয় না। Willy যখন নতুন পোস্টের জন্য অনুরোধ করে, Howard তাকে সরাসরি বরখাস্ত করে। এটি দেখায় যে ব্যবসার জগতে মানুষের মর্যাদা নয়, কেবল লাভ-ক্ষতির হিসাবই মূল। Willy এখানে কেবল একটি “used-up machine।” Howard-এর মাধ্যমে নাটক দেখায় আমেরিকান ব্যবসা কতটা হৃদয়হীন হতে পারে। Mentor, helper বা family loyalty Howard-এর চরিত্রে নেই।

0
Updated: 1 day ago
What does Willy’s constant comparison between Biff and Bernard highlight?
Created: 1 day ago
A
The contrast between popularity and hard work
B
The importance of sports over education
C
The strength of family unity
D
The role of Howard Wagner
Willy সবসময় Biff-কে Bernard-এর সঙ্গে তুলনা করে। তার বিশ্বাস—Biff জনপ্রিয়, খেলাধুলায় দক্ষ, তাই Bernard-এর মতো nerd ছেলেকে ছাড়িয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, আর Biff উদ্দেশ্যহীন হয়ে পড়ে। এই তুলনা দেখায় আমেরিকান ড্রিমের ভুল ধারণা: জনপ্রিয়তা সাফল্যের মাপকাঠি নয়, কঠোর পরিশ্রমই প্রকৃত চাবিকাঠি। Willy-এর ভুল judgment তার সন্তানদের জীবনে ব্যর্থতা ডেকে আনে। এই তুলনার মাধ্যমে নাটক সমাজের ভ্রান্ত মূল্যবোধকে নগ্নভাবে প্রকাশ করে।

0
Updated: 1 day ago