Why does Willy refuse Charley’s job offer?
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
উত্তরের বিবরণ
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।
0
Updated: 1 month ago
"What is the role of the character Linda Loman in Arthur Miller's play Death of a Salesman?"
Created: 1 month ago
A
She is indifferent to her husband
B
She is a rival to Willy
C
She is a supportive wife trying to protect Willy
D
She encourages Willy’s flaws
Linda Loman নাটকে উইলির স্ত্রী হিসেবে উপস্থিত। তিনি তার স্বামীকে মানসিক ও আবেগিক সমর্থন দেন। Death of a Salesman এ, Linda বারবার উইলির ভুল সিদ্ধান্ত এবং স্বপ্নের পিছু না ফেলার কারণে তাকে সমর্থন এবং সান্ত্বনা দেয়। তিনি পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন।
Arthur Miller-এর মাধ্যমে Linda চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে স্ত্রী এবং পরিবারের রক্ষণশীল ভূমিকার গুরুত্ব, এবং কীভাবে পরিবার একটি মানুষের মানসিক অবস্থা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে।
0
Updated: 1 month ago
What does the insurance money mean in the play?
Created: 1 month ago
A
Willy’s hope to provide for family even after death
B
Linda’s financial independence
C
Biff’s chance to start a business
D
Charley’s repayment of debt
Insurance money নাটকের এক অন্ধকার প্রতীক। Willy ভাবে, আত্মহত্যার পর বীমার টাকা পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাস, যেখানে মৃত্যুর মাধ্যমে সাফল্য আসবে বলে সে মনে করে। বাস্তবে এটি পরিবারকে সুখ দেয় না। Linda শূন্য হয়ে যায়, Biff সত্যকে আঁকড়ে ধরে, আর Happy বাবার ভুল স্বপ্ন আঁকড়ে ধরে। যদিও Willy ভেবেছিল এটি হবে তার গর্বের উত্তরাধিকার, আসলে এটি দেখায়—মিথ্যা আমেরিকান ড্রিম একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই insurance money কোনো মুক্তি নয়, বরং ট্র্যাজেডির প্রতীক।
0
Updated: 1 month ago
In Arthur Miller’s play Death of a Salesman, what is the significance of Willy Loman’s suicide?
Created: 1 month ago
A
It solves all his problems
B
It is a tragic attempt to provide for his family
C
It is an impulsive act
D
It symbolises victory
উইলির আত্মহত্যা Death of a Salesman এ একটি ট্র্যাজিক এবং আবেগিক সিদ্ধান্ত। তিনি মনে করেন যে, মৃত্যুর মাধ্যমে তার বীমা অর্থ তার পরিবারের জন্য সাহায্য হবে।
Arthur Miller দেখান যে, এটি একটি হতাশার ফল, যেখানে American Dream-এর প্রতি অতিমাত্রার বিশ্বাস এবং আত্মপরিচয়ের সীমাবদ্ধতা তাকে এই চরম সিদ্ধান্তে নিয়ে আসে। এটি নাটকের কেন্দ্রীয় ট্র্যাজেডি এবং পরিবারের আবেগিক প্রভাবের প্রতিফলন।
0
Updated: 1 month ago