What does the insurance money mean in the play?
A
Willy’s hope to provide for family even after death
B
Linda’s financial independence
C
Biff’s chance to start a business
D
Charley’s repayment of debt
উত্তরের বিবরণ
Insurance money নাটকের এক অন্ধকার প্রতীক। Willy ভাবে, আত্মহত্যার পর বীমার টাকা পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাস, যেখানে মৃত্যুর মাধ্যমে সাফল্য আসবে বলে সে মনে করে। বাস্তবে এটি পরিবারকে সুখ দেয় না। Linda শূন্য হয়ে যায়, Biff সত্যকে আঁকড়ে ধরে, আর Happy বাবার ভুল স্বপ্ন আঁকড়ে ধরে। যদিও Willy ভেবেছিল এটি হবে তার গর্বের উত্তরাধিকার, আসলে এটি দেখায়—মিথ্যা আমেরিকান ড্রিম একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই insurance money কোনো মুক্তি নয়, বরং ট্র্যাজেডির প্রতীক।
0
Updated: 1 month ago
What universal truth does Death of a Salesman reveal?
Created: 1 month ago
A
That blind pursuit of false dreams leads to self-destruction
B
That success always comes to the hardworking
C
That family love solves all problems
D
That wealth ensures happiness
Arthur Miller-এর এই নাটক কেবল একজন সেলসম্যানের গল্প নয়, বরং একটি সার্বজনীন সত্য প্রকাশ করে। Willy অন্ধভাবে ভ্রান্ত আমেরিকান ড্রিমকে আঁকড়ে ধরে—বিশ্বাস করে charm, popularity আর বাহ্যিক সাফল্যই জীবনের মূল। এই ভুল ধারণাই তাকে ধ্বংস করে। পরিবার, চাকরি, মানসিক শান্তি—সব হারায়। নাটক দর্শককে সতর্ক করে দেয়—যদি মানুষ বাস্তবতাকে অস্বীকার করে মিথ্যা স্বপ্নের পিছনে ছুটে, তবে তার জীবনে আসবে আত্মবিনাশ। তাই নাটকটি সাধারণ মানুষের ট্র্যাজেডি হলেও বার্তাটি সর্বজনীন।
0
Updated: 1 month ago
Why is the Boston hotel scene considered the climax of the play?
Created: 1 month ago
A
Because it reveals Willy’s betrayal and Biff’s disillusionment
B
Because Willy gets fired
C
Because Linda confronts Willy
D
Because Charley lends money
Boston hotel scene হলো নাটকের মূল টার্নিং পয়েন্ট। এখানে Biff আবিষ্কার করে তার বাবা Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। এই মুহূর্তে তার বাবার প্রতি সব ভরসা ভেঙে যায়। সে Willy-কে “fake” বলে ডাকে। এখান থেকেই Biff-এর জীবনের পথ অন্ধকারে ঢুকে পড়ে, সে পড়াশোনা ছেড়ে দেয়, উদ্দেশ্যহীন হয়ে যায়। তাই এটি নাটকের climax—যেখানে পারিবারিক বিশ্বাস ভেঙে যায়। Willy-এর চাকরি হারানো (b), Linda-র মুখোমুখি হওয়া (c), বা Charley-র টাকা ধার দেওয়া (d) গুরুত্বপূর্ণ হলেও climax নয়।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago