What does the insurance money mean in the play?
A
Willy’s hope to provide for family even after death
B
Linda’s financial independence
C
Biff’s chance to start a business
D
Charley’s repayment of debt
উত্তরের বিবরণ
Insurance money নাটকের এক অন্ধকার প্রতীক। Willy ভাবে, আত্মহত্যার পর বীমার টাকা পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাস, যেখানে মৃত্যুর মাধ্যমে সাফল্য আসবে বলে সে মনে করে। বাস্তবে এটি পরিবারকে সুখ দেয় না। Linda শূন্য হয়ে যায়, Biff সত্যকে আঁকড়ে ধরে, আর Happy বাবার ভুল স্বপ্ন আঁকড়ে ধরে। যদিও Willy ভেবেছিল এটি হবে তার গর্বের উত্তরাধিকার, আসলে এটি দেখায়—মিথ্যা আমেরিকান ড্রিম একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই insurance money কোনো মুক্তি নয়, বরং ট্র্যাজেডির প্রতীক।

0
Updated: 1 day ago
Why does Willy refuse Charley’s job offer?
Created: 1 day ago
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 1 day ago
What does Happy’s final vow at the Requiem reveal about him?
Created: 1 day ago
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।

0
Updated: 1 day ago
Why is Willy Loman considered a tragic hero in modern literature?
Created: 1 day ago
A
Because he dreams beyond his limits
B
Because of poverty
C
Because he died in a car accident
D
Because he commits suicide
Willy Loman আধুনিক সাহিত্যে এক ট্র্যাজিক হিরো হিসেবে পরিচিত। তিনি একজন সাধারণ সেলসম্যান। তার ট্র্যাজিক বৈশিষ্ট্য হলো—তিনি নিজের সীমাবদ্ধতা না বুঝে সবসময় সীমার বাইরে স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন জনপ্রিয়তা, ব্যক্তিত্ব আর পরিচিতিই সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবে কঠোর পরিশ্রম ও দক্ষতা ছাড়া সেই স্বপ্ন পূর্ণ হয় না। Willy সেই সত্য মানতে চান না। তিনি নিজের ভ্রান্ত বিশ্বাস আঁকড়ে ধরেন, আর ধীরে ধীরে ব্যর্থতার গহ্বরে তলিয়ে যান। তার এই অন্ধ স্বপ্ন তাকে পরিবার, চাকরি এবং মানসিক শান্তি থেকে বঞ্চিত করে। শেষ পর্যন্ত আত্মহত্যা করলেও, তার পতনের আসল কারণ হলো সীমাহীন স্বপ্নের মোহ। তাই Willy আধুনিক সাহিত্যের এক অসাধারণ ট্র্যাজিক নায়ক।

0
Updated: 1 day ago