Why is Bernard’s success important to the play’s message?
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
উত্তরের বিবরণ
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।
0
Updated: 1 month ago
Why is the Requiem scene important in the play?
Created: 1 month ago
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।
0
Updated: 1 month ago
Who is Biff in Death of a Salesman?
Created: 3 months ago
A
Willy’s brother
B
Willy Loman’s elder son
C
Neighbor
D
Friend
0
Updated: 3 months ago
What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
Created: 1 month ago
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।
0
Updated: 1 month ago