What does Happy’s final vow at the Requiem reveal about him?
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
উত্তরের বিবরণ
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।

0
Updated: 1 day ago
What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
Created: 1 day ago
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।

0
Updated: 1 day ago
What does Happy symbolize in contrast to Biff?
Created: 1 day ago
A
Blind continuation of Willy’s illusions
B
Rejection of the American Dream
C
Success through hard work
D
Connection with nature
Happy হলো Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিমের ধারাবাহিকতা। সে শেষ দৃশ্যে ঘোষণা দেয় যে বাবার স্বপ্ন সে পূর্ণ করবে। Happy ব্যবসার সিঁড়ি বেয়ে উঠতে চায়, যদিও সে জানে এই পথ মিথ্যা। অন্যদিকে, Biff সত্যকে মেনে নেয় এবং বাবার স্বপ্ন প্রত্যাখ্যান করে। এই দ্বন্দ্ব নাটকের কেন্দ্রে—একদিকে ভ্রান্ত স্বপ্নের ধারাবাহিকতা (Happy), অন্যদিকে মুক্তির পথ (Biff)। তাই Happy প্রতীক ভ্রান্তির অন্ধ ধারাবাহিকতার।

0
Updated: 1 day ago
Why is Willy Loman considered a tragic hero in modern literature?
Created: 1 day ago
A
Because he dreams beyond his limits
B
Because of poverty
C
Because he died in a car accident
D
Because he commits suicide
Willy Loman আধুনিক সাহিত্যে এক ট্র্যাজিক হিরো হিসেবে পরিচিত। তিনি একজন সাধারণ সেলসম্যান। তার ট্র্যাজিক বৈশিষ্ট্য হলো—তিনি নিজের সীমাবদ্ধতা না বুঝে সবসময় সীমার বাইরে স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন জনপ্রিয়তা, ব্যক্তিত্ব আর পরিচিতিই সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবে কঠোর পরিশ্রম ও দক্ষতা ছাড়া সেই স্বপ্ন পূর্ণ হয় না। Willy সেই সত্য মানতে চান না। তিনি নিজের ভ্রান্ত বিশ্বাস আঁকড়ে ধরেন, আর ধীরে ধীরে ব্যর্থতার গহ্বরে তলিয়ে যান। তার এই অন্ধ স্বপ্ন তাকে পরিবার, চাকরি এবং মানসিক শান্তি থেকে বঞ্চিত করে। শেষ পর্যন্ত আত্মহত্যা করলেও, তার পতনের আসল কারণ হলো সীমাহীন স্বপ্নের মোহ। তাই Willy আধুনিক সাহিত্যের এক অসাধারণ ট্র্যাজিক নায়ক।

0
Updated: 1 day ago