What does Willy’s constant comparison between Biff and Bernard highlight?
A
The contrast between popularity and hard work
B
The importance of sports over education
C
The strength of family unity
D
The role of Howard Wagner
উত্তরের বিবরণ
Willy সবসময় Biff-কে Bernard-এর সঙ্গে তুলনা করে। তার বিশ্বাস—Biff জনপ্রিয়, খেলাধুলায় দক্ষ, তাই Bernard-এর মতো nerd ছেলেকে ছাড়িয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, আর Biff উদ্দেশ্যহীন হয়ে পড়ে। এই তুলনা দেখায় আমেরিকান ড্রিমের ভুল ধারণা: জনপ্রিয়তা সাফল্যের মাপকাঠি নয়, কঠোর পরিশ্রমই প্রকৃত চাবিকাঠি। Willy-এর ভুল judgment তার সন্তানদের জীবনে ব্যর্থতা ডেকে আনে। এই তুলনার মাধ্যমে নাটক সমাজের ভ্রান্ত মূল্যবোধকে নগ্নভাবে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Who is Willy Loman in Death of a Salesman?
Created: 2 months ago
A
A salesman
B
A teacher
C
A doctor
D
A lawyer
0
Updated: 2 months ago
In Death of a Salesman, how does the playwright depict the conflict between reality and illusion in Willy Loman’s life?”
Created: 1 month ago
A
Willy always faces reality
B
Willy often escapes reality with illusions and dreams
C
Dreams are shown as achievable
D
Reality is ignored by all characters
Death of a Salesman এ Willy লোমান বাস্তবতা থেকে পালিয়ে কল্পনা এবং অতীতের স্মৃতিতে জীবন কাটান। Arthur Miller দেখান যে, তাঁর স্বপ্ন এবং American Dream-এর অতিরঞ্জিত প্রত্যাশা তাকে বাস্তব জীবন এবং পারিবারিক সম্পর্কের সঙ্গে সংঘর্ষে ফেলে।
নাটকে এই বাস্তবতা বনাম কল্পনার দ্বন্দ্ব তার মানসিক ধ্বংস, পরিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং চূড়ান্ত ট্র্যাজেডির মূল উৎস।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago