Why is the Requiem scene important in the play?
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
উত্তরের বিবরণ
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।

0
Updated: 1 day ago
Who wrote Death of a Salesman?
Created: 1 month ago
A
Arthur Miller
B
Samuel Beckett
C
T. S. Eliot
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
Who is Willy Loman in Death of a Salesman?
Created: 1 month ago
A
A salesman
B
A teacher
C
A doctor
D
A lawyer

0
Updated: 1 month ago
What is the dramatic significance of Willy’s suicide?
Created: 1 day ago
A
It is an accident
B
Last attempt to fulfill the American Dream
C
It shows his love for Linda
D
It is Ben’s advice to him
Willy-এর আত্মহত্যা নাটকের মর্মান্তিক সমাপ্তি। সে ভাবে, মৃত্যুর পর বীমার টাকা পরিবারকে নিরাপত্তা দেবে। এটি তার ভ্রান্ত বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। জীবদ্দশায় সফল না হলেও মৃত্যুর মাধ্যমে অন্তত কিছু রেখে যাবে—এমনই তার ধারণা। কিন্তু এটি আসলে আত্মপ্রবঞ্চনা। তার মৃত্যু পরিবারকে সুখ দেয় না, বরং ভাঙনকে আরও বাড়িয়ে তোলে। নাট্যকার এখানে দেখিয়েছেন যে আমেরিকান ড্রিম আসলে একটি বিভ্রম, যা সাধারণ মানুষকে ধ্বংস করে। Willy-এর মৃত্যু পুরো সমাজের ব্যর্থতার প্রতীক।

0
Updated: 1 day ago