What dramatic technique does Miller use in the play to reveal Willy’s mind?
A
Chorus narration
B
Flashbacks and memory scenes
C
Soliloquies by Linda
D
Letters and diaries
উত্তরের বিবরণ
Arthur Miller এখানে expressionistic technique ব্যবহার করেন। Willy-এর মানসিক ভাঙন প্রকাশ করতে তিনি স্মৃতি আর ফ্ল্যাশব্যাক ব্যবহার করেছেন। Boston hotel scene, Dave Singleman-এর স্মৃতি, Ben-এর সঙ্গে কল্পিত আলাপ—এসব দৃশ্য দর্শককে Willy-এর ভেতরের ভ্রান্তি ও সংগ্রাম বুঝতে সাহায্য করে। Soliloquy মূলত Linda করেন না (c), Chorus narration গ্রিক নাটকে দেখা যায় (a), আর কোনো diary বা letter নেই (d)। Flashback এই নাটকের সবচেয়ে শক্তিশালী dramatic device, যা বাস্তব ও কল্পনার সীমা ভেঙে দেয়।
0
Updated: 1 month ago
Who are Willy Loman’s sons?
Created: 1 month ago
A
Biff and Happy
B
Charley and Bernard
C
Howard and Ben
D
Jim and Ben
উইলির দুই ছেলে হলো Biff এবং Happy। Death of a Salesman এ, তারা পিতার স্বপ্ন, মানসিক চাপ এবং প্রত্যাশার মধ্য দিয়ে বড় হয়। Biff তার বাস্তব চাহিদা ও পিতার স্বপ্নের মধ্যে দ্বন্দ্বে থাকে। Happy পিতার চাপ এবং সমাজের প্রত্যাশার জন্য তার জীবন পরিচালনা করে।
তাদের চরিত্রের মাধ্যমে Arthur Miller দেখান যে, পরিবারের ভেতরের সম্পর্ক এবং পিতার অহংকার সন্তানের মানসিক বিকাশ এবং জীবনের পথে প্রভাব ফেলে।
0
Updated: 1 month ago
"What is the role of the character Linda Loman in Arthur Miller's play Death of a Salesman?"
Created: 1 month ago
A
She is indifferent to her husband
B
She is a rival to Willy
C
She is a supportive wife trying to protect Willy
D
She encourages Willy’s flaws
Linda Loman নাটকে উইলির স্ত্রী হিসেবে উপস্থিত। তিনি তার স্বামীকে মানসিক ও আবেগিক সমর্থন দেন। Death of a Salesman এ, Linda বারবার উইলির ভুল সিদ্ধান্ত এবং স্বপ্নের পিছু না ফেলার কারণে তাকে সমর্থন এবং সান্ত্বনা দেয়। তিনি পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন।
Arthur Miller-এর মাধ্যমে Linda চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে স্ত্রী এবং পরিবারের রক্ষণশীল ভূমিকার গুরুত্ব, এবং কীভাবে পরিবার একটি মানুষের মানসিক অবস্থা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago