Why does Biff break down crying at the end of the play?
A
Because he feels guilty for betraying Willy
B
Because he realizes his father loved him despite illusions
C
Because Linda forces him to stay
D
Because Happy leaves him alone
উত্তরের বিবরণ
শেষে Biff ভেঙে কান্নায় ভেঙে পড়ে। Willy সবসময় ভ্রান্ত আমেরিকান ড্রিম চাপিয়ে দিলেও Biff বোঝে তার বাবা আসলে তাকে ভালোবাসত। Willy আত্মহত্যা করে পরিবারকে বীমার টাকা দিতে চেয়েছিল—যদিও এটি ভুল সমাধান। Biff উপলব্ধি করে তার বাবা যতটা না ভণ্ড, তার চেয়ে বেশি ছিল এক অসহায় স্বপ্নবাজ। Linda তাকে বাধ্য করেনি (c), Happy সরে যায় কিন্তু সেটি কারণ নয় (d), আর Willy-কে সে betray করেনি (a)। আসল কারণ হলো বাবার প্রতি ভালোবাসা ও করুণা অনুভব করা।

0
Updated: 1 day ago
Which author wrote Death of a Salesman?
Created: 1 month ago
A
Samuel Beckett
B
Arthur Miller
C
T. S. Eliot
D
Joseph Conrad

0
Updated: 1 month ago
Who is Biff in Death of a Salesman?
Created: 1 month ago
A
Willy’s brother
B
Willy Loman’s elder son
C
Neighbor
D
Friend

0
Updated: 1 month ago
Which character in the play represents realism and practical wisdom?
Created: 1 day ago
A
Charley
B
Willy
C
Biff
D
Happy
Charley হলো নাটকের সবচেয়ে বাস্তববাদী চরিত্র। তিনি Willy-এর প্রতিবেশী, যিনি সবসময় সহানুভূতি দেখান। Charley বুঝতে পারে বাস্তবতা হলো কঠোর পরিশ্রম ও সততা, স্বপ্নবাজ ভ্রান্তি নয়। তিনি Willy-কে টাকা ধার দেন, চাকরির অফার করেন, কিন্তু Willy অহংকারে তা প্রত্যাখ্যান করে। Charley প্রমাণ করে, স্থিরতা আর পরিশ্রম দিয়ে মানুষ টিকে থাকতে পারে। তিনি American Dream-এর ভ্রান্ত ধারণায় বিশ্বাসী নন, বরং বাস্তব সফলতার প্রতীক। Willy ও Happy ভ্রান্ত স্বপ্ন আঁকড়ে ধরে, আর Biff দেরিতে সত্য বুঝলেও শুরুতে বিভ্রান্ত ছিল। তাই সঠিক উত্তর Charley।

0
Updated: 1 day ago