Why does Biff break down crying at the end of the play?
A
Because he feels guilty for betraying Willy
B
Because he realizes his father loved him despite illusions
C
Because Linda forces him to stay
D
Because Happy leaves him alone
উত্তরের বিবরণ
শেষে Biff ভেঙে কান্নায় ভেঙে পড়ে। Willy সবসময় ভ্রান্ত আমেরিকান ড্রিম চাপিয়ে দিলেও Biff বোঝে তার বাবা আসলে তাকে ভালোবাসত। Willy আত্মহত্যা করে পরিবারকে বীমার টাকা দিতে চেয়েছিল—যদিও এটি ভুল সমাধান। Biff উপলব্ধি করে তার বাবা যতটা না ভণ্ড, তার চেয়ে বেশি ছিল এক অসহায় স্বপ্নবাজ। Linda তাকে বাধ্য করেনি (c), Happy সরে যায় কিন্তু সেটি কারণ নয় (d), আর Willy-কে সে betray করেনি (a)। আসল কারণ হলো বাবার প্রতি ভালোবাসা ও করুণা অনুভব করা।
0
Updated: 1 month ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 1 month ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।
0
Updated: 1 month ago
Why is the Boston hotel scene considered the climax of the play?
Created: 1 month ago
A
Because it reveals Willy’s betrayal and Biff’s disillusionment
B
Because Willy gets fired
C
Because Linda confronts Willy
D
Because Charley lends money
Boston hotel scene হলো নাটকের মূল টার্নিং পয়েন্ট। এখানে Biff আবিষ্কার করে তার বাবা Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। এই মুহূর্তে তার বাবার প্রতি সব ভরসা ভেঙে যায়। সে Willy-কে “fake” বলে ডাকে। এখান থেকেই Biff-এর জীবনের পথ অন্ধকারে ঢুকে পড়ে, সে পড়াশোনা ছেড়ে দেয়, উদ্দেশ্যহীন হয়ে যায়। তাই এটি নাটকের climax—যেখানে পারিবারিক বিশ্বাস ভেঙে যায়। Willy-এর চাকরি হারানো (b), Linda-র মুখোমুখি হওয়া (c), বা Charley-র টাকা ধার দেওয়া (d) গুরুত্বপূর্ণ হলেও climax নয়।
0
Updated: 1 month ago
Who are Willy Loman’s sons?
Created: 1 month ago
A
Biff and Happy
B
Charley and Bernard
C
Howard and Ben
D
Jim and Ben
উইলির দুই ছেলে হলো Biff এবং Happy। Death of a Salesman এ, তারা পিতার স্বপ্ন, মানসিক চাপ এবং প্রত্যাশার মধ্য দিয়ে বড় হয়। Biff তার বাস্তব চাহিদা ও পিতার স্বপ্নের মধ্যে দ্বন্দ্বে থাকে। Happy পিতার চাপ এবং সমাজের প্রত্যাশার জন্য তার জীবন পরিচালনা করে।
তাদের চরিত্রের মাধ্যমে Arthur Miller দেখান যে, পরিবারের ভেতরের সম্পর্ক এবং পিতার অহংকার সন্তানের মানসিক বিকাশ এবং জীবনের পথে প্রভাব ফেলে।
0
Updated: 1 month ago