Which character in the play represents realism and practical wisdom?
A
Charley
B
Willy
C
Biff
D
Happy
উত্তরের বিবরণ
Charley হলো নাটকের সবচেয়ে বাস্তববাদী চরিত্র। তিনি Willy-এর প্রতিবেশী, যিনি সবসময় সহানুভূতি দেখান। Charley বুঝতে পারে বাস্তবতা হলো কঠোর পরিশ্রম ও সততা, স্বপ্নবাজ ভ্রান্তি নয়। তিনি Willy-কে টাকা ধার দেন, চাকরির অফার করেন, কিন্তু Willy অহংকারে তা প্রত্যাখ্যান করে। Charley প্রমাণ করে, স্থিরতা আর পরিশ্রম দিয়ে মানুষ টিকে থাকতে পারে। তিনি American Dream-এর ভ্রান্ত ধারণায় বিশ্বাসী নন, বরং বাস্তব সফলতার প্রতীক। Willy ও Happy ভ্রান্ত স্বপ্ন আঁকড়ে ধরে, আর Biff দেরিতে সত্য বুঝলেও শুরুতে বিভ্রান্ত ছিল। তাই সঠিক উত্তর Charley।

0
Updated: 1 day ago
Why is Bernard’s success important to the play’s message?
Created: 23 hours ago
A
It proves that academic effort can succeed where charm fails
B
It shows Howard’s generosity
C
It confirms Linda’s warnings
D
It symbolizes Ben’s adventure
Bernard নাটকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। Willy তাকে সবসময় nerd ভেবে ছোট করেছিল। সে ভাবত, Bernard কখনও Biff-এর মতো জনপ্রিয় হতে পারবে না। কিন্তু Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, সুপ্রিম কোর্টে মামলাও লড়ে। এই সাফল্য দেখায়, জনপ্রিয়তা বা charm নয়, বরং অধ্যবসায় ও মেধাই প্রকৃত সাফল্যের পথ। এখানে Miller পরিষ্কারভাবে আমেরিকান ড্রিমের ভ্রান্তিকে ভেঙে দেন। Bernard হলো নাটকের নীরব বিজয়ী, যিনি Willy ও তার ছেলেদের ভুল ধারণাকে প্রমাণ করে দেন।

0
Updated: 23 hours ago
Why is the Requiem scene important in the play?
Created: 1 day ago
A
It shows Linda’s anger against Willy
B
It celebrates Willy’s insurance money
C
It marks Biff’s success as a farmer
D
The emptiness of Willy’s dream after his death
Requiem হলো শেষ দৃশ্য, যেখানে Willy-এর মৃত্যুর পর সবাই সমবেত হয়। Linda বলে—“We’re free”—কিন্তু তার কণ্ঠে আনন্দ নয়, বরং শূন্যতা। এত বছর ঋণ শোধ করতে গিয়ে যে বাড়ি, সেটি এখন পরিশোধ হয়েছে, কিন্তু Willy আর নেই। এখানে নাটক দেখায়, Willy-এর স্বপ্ন শেষ পর্যন্ত কিছুই পূর্ণ করেনি। Biff এখনও খুঁজছে নিজের পথ, Happy বাবার ভ্রান্তি আঁকড়ে আছে, Linda ভেঙে পড়েছে। বীমার টাকা বা সাফল্যের কোনো আনন্দ নেই। তাই Requiem হলো শূন্য স্বপ্নের প্রতীক।

0
Updated: 1 day ago
What does the character of Ben symbolize in the play?
Created: 1 day ago
A
The danger of dishonesty
B
The adventurous success
C
The failure of education
D
The illusion of friendship
Ben, Willy-এর ভাই, আফ্রিকায় গিয়ে হীরার খনি আবিষ্কার করে ধনী হয়েছিল। নাটকে তিনি Willy-এর কল্পনায় বারবার আসে। Ben প্রতীক adventure, ঝুঁকি এবং সাফল্যের—যা আমেরিকান ড্রিমের বাইরের পথ। Willy আফসোস করে, যদি সে Ben-এর মতো হতো, তাহলে হয়তো সফল হতো। আসলে Ben হলো সেই বিকল্প স্বপ্নের প্রতীক, যা Willy বেছে নেয়নি। তিনি শিক্ষা বা বন্ধুত্বের প্রতীক নন (c, d), dishonest ছিলেন না (a)। তিনি দেখায়—যে সুযোগ হারিয়েছে Willy, সেই সাহসী সাফল্য অন্য কেউ পেয়েছে।

0
Updated: 1 day ago