Why does Biff call Willy a “fake” in Boston?
A
Because Willy lied about money
B
Because Willy refused to support Biff
C
Because Willy lost his job
D
Because Biff discovered Willy’s affair with another woman
উত্তরের বিবরণ
Boston হোটেল দৃশ্য নাটকের টার্নিং পয়েন্ট। এখানে Biff তার বাবার প্রতি ভরসা চিরতরে হারায়। সে দেখে Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। তখন সে বলে—“You fake!”। এই আবিষ্কার Biff-এর জীবনে ট্রমা সৃষ্টি করে। সে পড়াশোনা ছেড়ে দেয়, কোনো কাজেই সফল হয় না। Willy-এর স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিরাট ফারাক প্রকাশ পায়। এই মুহূর্তে Biff বুঝে যায়, তার বাবা একজন মিথ্যা জীবনযাপনকারী মানুষ। এটি পুরো নাটকের ট্র্যাজিক সংঘাতকে তীব্র করে।

0
Updated: 1 day ago
Why is the Boston hotel scene considered the climax of the play?
Created: 1 day ago
A
Because it reveals Willy’s betrayal and Biff’s disillusionment
B
Because Willy gets fired
C
Because Linda confronts Willy
D
Because Charley lends money
Boston hotel scene হলো নাটকের মূল টার্নিং পয়েন্ট। এখানে Biff আবিষ্কার করে তার বাবা Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। এই মুহূর্তে তার বাবার প্রতি সব ভরসা ভেঙে যায়। সে Willy-কে “fake” বলে ডাকে। এখান থেকেই Biff-এর জীবনের পথ অন্ধকারে ঢুকে পড়ে, সে পড়াশোনা ছেড়ে দেয়, উদ্দেশ্যহীন হয়ে যায়। তাই এটি নাটকের climax—যেখানে পারিবারিক বিশ্বাস ভেঙে যায়। Willy-এর চাকরি হারানো (b), Linda-র মুখোমুখি হওয়া (c), বা Charley-র টাকা ধার দেওয়া (d) গুরুত্বপূর্ণ হলেও climax নয়।

0
Updated: 1 day ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 day ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।

0
Updated: 1 day ago
Why does Willy refuse Charley’s job offer?
Created: 1 day ago
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 1 day ago