Why does Biff call Willy a “fake” in Boston?
A
Because Willy lied about money
B
Because Willy refused to support Biff
C
Because Willy lost his job
D
Because Biff discovered Willy’s affair with another woman
উত্তরের বিবরণ
Boston হোটেল দৃশ্য নাটকের টার্নিং পয়েন্ট। এখানে Biff তার বাবার প্রতি ভরসা চিরতরে হারায়। সে দেখে Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। তখন সে বলে—“You fake!”। এই আবিষ্কার Biff-এর জীবনে ট্রমা সৃষ্টি করে। সে পড়াশোনা ছেড়ে দেয়, কোনো কাজেই সফল হয় না। Willy-এর স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিরাট ফারাক প্রকাশ পায়। এই মুহূর্তে Biff বুঝে যায়, তার বাবা একজন মিথ্যা জীবনযাপনকারী মানুষ। এটি পুরো নাটকের ট্র্যাজিক সংঘাতকে তীব্র করে।
0
Updated: 1 month ago
Why is Death of a Salesman called a “modern tragedy”?
Created: 1 month ago
A
Because it shows the fall of a common man, not a king
B
Because it imitates Shakespearean form
C
Because it glorifies heroic death
D
Because it ignores family drama
প্রচলিত অ্যারিস্টটলীয় ট্র্যাজেডিতে নায়ক রাজা বা অভিজাত শ্রেণির হয়। কিন্তু Death of a Salesman এক সাধারণ সেলসম্যানের পতনের কাহিনি। Arthur Miller দেখান, সাধারণ মানুষও তার ভ্রান্ত স্বপ্ন, অহংকার ও সামাজিক চাপের কারণে ট্র্যাজিক হতে পারে। Willy Loman রাজা নয়, তবুও তার স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা এবং মৃত্যু নাটককে এক পূর্ণ ট্র্যাজেডি বানায়। এটিই “modern tragedy।” শেক্সপীয়রের অনুকরণ (b), বীরোচিত মৃত্যু (c), বা পরিবারকে উপেক্ষা করা (d) নাটকের বৈশিষ্ট্য নয়।
0
Updated: 1 month ago
What does Willy’s constant comparison between Biff and Bernard highlight?
Created: 1 month ago
A
The contrast between popularity and hard work
B
The importance of sports over education
C
The strength of family unity
D
The role of Howard Wagner
Willy সবসময় Biff-কে Bernard-এর সঙ্গে তুলনা করে। তার বিশ্বাস—Biff জনপ্রিয়, খেলাধুলায় দক্ষ, তাই Bernard-এর মতো nerd ছেলেকে ছাড়িয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। Bernard পরিশ্রম করে সফল আইনজীবী হয়, আর Biff উদ্দেশ্যহীন হয়ে পড়ে। এই তুলনা দেখায় আমেরিকান ড্রিমের ভুল ধারণা: জনপ্রিয়তা সাফল্যের মাপকাঠি নয়, কঠোর পরিশ্রমই প্রকৃত চাবিকাঠি। Willy-এর ভুল judgment তার সন্তানদের জীবনে ব্যর্থতা ডেকে আনে। এই তুলনার মাধ্যমে নাটক সমাজের ভ্রান্ত মূল্যবোধকে নগ্নভাবে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Who is Ben in Arthur Miller’s play Death of a Salesman?
Created: 1 month ago
A
Willy’s brother
B
Willy’s wealthy, adventurous brother
C
Willy’s friend
D
A business rival
Ben হলো উইলির ভাই, যিনি ধনী এবং সাহসী। Death of a Salesman এ, Ben-এর চরিত্র উইলিকে উদ্দীপনা দেয় এবং তার স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। তিনি একজন সাফল্যপ্রাপ্ত ব্যক্তির উদাহরণ, যা উইলির অস্থিরতা এবং হতাশা আরও বৃদ্ধি করে।
Miller দেখান কিভাবে একটি আদর্শ এবং বাস্তব জীবনের তুলনা মানুষের মানসিক দ্বন্দ্ব এবং স্বপ্নের প্রতি আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারে।
0
Updated: 1 month ago