What does the “rubber hose” symbolize in the play?
A
Linda’s sacrifice
B
Willy’s suicidal desire and hopelessness
C
Biff’s rejection of his father
D
Ben’s adventurous life
উত্তরের বিবরণ
রাবারের পাইপ নাটকের সবচেয়ে শক্তিশালী প্রতীক। Linda এটি আবিষ্কার করে এবং বুঝতে পারে Willy গ্যাস খুলে আত্মহত্যা করতে চায়। এটি তার গভীর হতাশা ও মৃত্যুকামী মানসিকতার প্রকাশ। অর্থনৈতিক চাপ, চাকরি হারানো এবং আত্মসম্মান ভেঙে পড়ার ফলে সে মৃত্যুকে মুক্তি মনে করে। রাবারের পাইপ আসলে ভ্রান্ত আমেরিকান ড্রিমের ভয়াবহ পরিণতি—যেখানে একজন মানুষ জীবনে ব্যর্থ হয়ে মৃত্যুর পথ বেছে নেয়। এটি নাটকের ট্র্যাজিক পরিণতির পূর্বাভাসও বটে।

0
Updated: 1 day ago
Why does Willy refuse Charley’s job offer?
Created: 1 day ago
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 1 day ago
What does Linda mean when she says “We’re free” in the Requiem?
Created: 1 day ago
A
They are free from debt but trapped in grief
B
They are finally rich and happy
C
They are free to leave Willy
D
They are free to follow Biff
Requiem-এ Linda বলে—“We’re free.” এর আক্ষরিক মানে হলো ঋণ শোধ হয়ে গেছে, বাড়িটি এখন তাদের নিজের। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তীব্র বিদ্রূপ। বাড়ি পরিশোধ হলো ঠিকই, কিন্তু Willy আর নেই। অর্থাৎ আর্থিক স্বাধীনতা এসেছে, কিন্তু ব্যক্তিগত জীবনে এসেছে অপূরণীয় ক্ষতি। এটি নাটকের বিদ্রূপাত্মক ট্র্যাজিক সমাপ্তি—যেখানে স্বপ্ন পূর্ণ হলেও জীবনের অর্থ শূন্য হয়ে যায়। ধনী হওয়া (b), Willy-কে ত্যাগ করা (c) বা Biff-এর পথে হাঁটা (d) নয়—এটি কেবল শূন্য সাফল্যের প্রতীক।

0
Updated: 1 day ago
What does Happy’s final vow at the Requiem reveal about him?
Created: 1 day ago
A
He rejects Willy’s dream
B
He continues Willy’s illusions
C
He plans to move abroad
D
He blames Biff for Willy’s death
Requiem-এ Happy ঘোষণা দেয়—সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। এটি দেখায় যে Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিম Happy-এর ভেতর বেঁচে আছে। Happy বাস্তবতা বুঝতে চায় না, বরং বাবার মতই মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে। তার ভাই Biff সত্য বুঝে স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু Happy অন্ধভাবে ভুল পথে এগিয়ে যায়। এই অবস্থান নাটকের ট্র্যাজিক বৃত্তকে আরও শক্ত করে। Willy যেমন ব্যর্থ হয়েছিল, Happy-ও একই ভ্রান্তির ফাঁদে আটকে যায়।

0
Updated: 1 day ago