What does the “rubber hose” symbolize in the play?
A
Linda’s sacrifice
B
Willy’s suicidal desire and hopelessness
C
Biff’s rejection of his father
D
Ben’s adventurous life
উত্তরের বিবরণ
রাবারের পাইপ নাটকের সবচেয়ে শক্তিশালী প্রতীক। Linda এটি আবিষ্কার করে এবং বুঝতে পারে Willy গ্যাস খুলে আত্মহত্যা করতে চায়। এটি তার গভীর হতাশা ও মৃত্যুকামী মানসিকতার প্রকাশ। অর্থনৈতিক চাপ, চাকরি হারানো এবং আত্মসম্মান ভেঙে পড়ার ফলে সে মৃত্যুকে মুক্তি মনে করে। রাবারের পাইপ আসলে ভ্রান্ত আমেরিকান ড্রিমের ভয়াবহ পরিণতি—যেখানে একজন মানুষ জীবনে ব্যর্থ হয়ে মৃত্যুর পথ বেছে নেয়। এটি নাটকের ট্র্যাজিক পরিণতির পূর্বাভাসও বটে।
0
Updated: 1 month ago
What does Happy symbolize in contrast to Biff?
Created: 1 month ago
A
Blind continuation of Willy’s illusions
B
Rejection of the American Dream
C
Success through hard work
D
Connection with nature
Happy হলো Willy-এর ভ্রান্ত আমেরিকান ড্রিমের ধারাবাহিকতা। সে শেষ দৃশ্যে ঘোষণা দেয় যে বাবার স্বপ্ন সে পূর্ণ করবে। Happy ব্যবসার সিঁড়ি বেয়ে উঠতে চায়, যদিও সে জানে এই পথ মিথ্যা। অন্যদিকে, Biff সত্যকে মেনে নেয় এবং বাবার স্বপ্ন প্রত্যাখ্যান করে। এই দ্বন্দ্ব নাটকের কেন্দ্রে—একদিকে ভ্রান্ত স্বপ্নের ধারাবাহিকতা (Happy), অন্যদিকে মুক্তির পথ (Biff)। তাই Happy প্রতীক ভ্রান্তির অন্ধ ধারাবাহিকতার।
0
Updated: 1 month ago
What does Willy’s planting of seeds symbolize?
Created: 1 month ago
A
His desire to start farming
B
His wish to impress Ben
C
His hope to leave behind something meaningful
D
His anger at Biff
রাতের অন্ধকারে Willy বাগানে বীজ রোপণ করে। এটি নাটকের অন্যতম প্রতীকী দৃশ্য। সে মনে করে তার জীবনে কিছুই সফল হয়নি। তাই শেষ চেষ্টা হিসেবে অন্তত কিছু গাছ লাগাতে চায়, যাতে মৃত্যুর পর পরিবারের কাছে কিছু থেকে যায়। এটি তার হতাশা, শূন্যতা এবং ব্যর্থতার প্রতীক। বীজ রোপণ হলো অর্থহীন প্রচেষ্টা, কারণ মাটিতে আলো নেই, গাছ জন্মাবে না। এটি আমেরিকান ড্রিমের শূন্য প্রতিশ্রুতির প্রতিফলন।
0
Updated: 1 month ago
What does the character of Ben symbolize in the play?
Created: 1 month ago
A
The danger of dishonesty
B
The adventurous success
C
The failure of education
D
The illusion of friendship
Ben, Willy-এর ভাই, আফ্রিকায় গিয়ে হীরার খনি আবিষ্কার করে ধনী হয়েছিল। নাটকে তিনি Willy-এর কল্পনায় বারবার আসে। Ben প্রতীক adventure, ঝুঁকি এবং সাফল্যের—যা আমেরিকান ড্রিমের বাইরের পথ। Willy আফসোস করে, যদি সে Ben-এর মতো হতো, তাহলে হয়তো সফল হতো। আসলে Ben হলো সেই বিকল্প স্বপ্নের প্রতীক, যা Willy বেছে নেয়নি। তিনি শিক্ষা বা বন্ধুত্বের প্রতীক নন (c, d), dishonest ছিলেন না (a)। তিনি দেখায়—যে সুযোগ হারিয়েছে Willy, সেই সাহসী সাফল্য অন্য কেউ পেয়েছে।
0
Updated: 1 month ago