'মার্তণ্ড' শব্দের অর্থ কী?
A
পৃথিবী
B
পর্বত
C
সূর্য
D
স্বর্গ
উত্তরের বিবরণ
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস:

0
Updated: 1 day ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 1 week ago
'Avocation' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
Created: 18 hours ago
A
বৃত্তি
B
ছুটি
C
কারিগরি
D
স্বশাসন
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Avocation : বৃত্তি
-
Etiquette : শিষ্টাচার
-
Modesty : শালীনতা
-
Ethics : নীতিবিদ্যা
-
Syntax : বাক্যপ্রকরণ
-
Progress : প্রগতি
-
Progressive : প্রগতিশীল
-
Illiterate : নিরক্ষ
-
Illiteracy : নিরক্ষরতা
উৎস:

0
Updated: 18 hours ago
'উলুবনে মুক্ত ছড়ানাে' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
Created: 1 week ago
A
প্রবাদ-প্রবচন
B
এককথায় প্রকাশ
C
ভাবসম্প্রসারণ
D
বাক্য সংকোচন
প্রবাদ-প্রবচন হলো এমন সংক্ষিপ্ত উক্তি যা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত গভীর জীবনসত্যকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়। এই ধরনের উক্তি সাধারণত সামাজিক বা নৈতিক শিক্ষার প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়।
প্রধান উদাহরণগুলো হলো:
-
অতি ভক্তি চোরের লক্ষণ – বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
-
উলুবনে মুক্তা ছড়ানো – অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
-
ধর্মের কল বাতাসে নাড়ে – গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
-
লঘু পাপে গুরু দণ্ড – অপরাধের তুলনায় অধিক সাজা।
-
গরিবের ঘোড়া রোগ – অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।

0
Updated: 1 week ago