'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ কী?
A
যার যেমন ভাগ্য
B
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
C
কষ্টের ওপর অধিক কষ্ট
D
সর্বত্র বিপদ
উত্তরের বিবরণ
'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ হলো কষ্টের ওপর আরও কষ্ট পাওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন পরিস্থিতি বা অর্থ প্রকাশ করে।
-
কারো পৌষ মাস কারো সর্বনাশ: যার যেমন ভাগ্য
-
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি: আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
-
জলে কুমির ডাঙায় বাঘ: সর্বত্র বিপদ
উৎস:
0
Updated: 1 month ago
‘পূর্বে ছিল এখন নেই’ বাক্য সংকোচন কোনটি?
Created: 2 months ago
A
ভূতপূর্ব
B
অভূতপূর্ব
C
অতীত
D
বর্তমান
'পূর্বে ছিল এখন নেই'- ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি- অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত। যে কাল এখনও চলছে- বর্তমান।
0
Updated: 2 months ago
সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
Created: 2 months ago
A
রাজা মনি মোহন রায়
B
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
অক্ষয় কুমার দত্ত
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলার আদি গদ্যরূপকে তিনি ‘সাধুভাষা’ নামে আখ্যায়িত করেছিলেন। এই সাধুভাষা পরবর্তীকালে দীর্ঘদিন বাংলার গদ্যের প্রধান রূপ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 2 months ago
'আনমনা' শব্দের 'আন' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
বিক্ষিপ্ত
B
কম
C
আধা
D
অভাব
১. উপসর্গ ‘আন’
অর্থ ও ব্যবহার:
-
‘না’ অর্থে: যেমন আনকোরা
-
‘বিক্ষিপ্ত’ অর্থে: যেমন আনচান, আনমনা
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব (খাঁটি) উপসর্গ মোট ২১টি, যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
দ্রষ্টব্য:
-
উপরের তালিকার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago