'কেউকেটা' বাগ্ধারার অর্থ কী?
A
বিশিষ্ট ব্যক্তি
B
নির্মম আত্মীয়
C
নীরস ও অনমনীয়
D
তোষামোদকারী
উত্তরের বিবরণ
'কেউকেটা' বাগ্ধারার অর্থ হলো বিশিষ্ট ব্যক্তি। এর পাশাপাশি আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ রয়েছে।
-
কংস-মামা: নির্মম আত্মীয়
-
কাঠখোট্টা: নীরস ও অনমনীয়
-
খয়ের খাঁ: তোষামোদকারী
উৎস:
0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক নয়?
Created: 1 month ago
A
ঘণ্টা
B
লুণ্ঠন
C
কণ্টক
D
অর্পন
‘অর্পন’ শব্দটি বানান অনুযায়ী অশুদ্ধ, এর শুদ্ধ বানান হলো অর্পণ।
ণ-ত্ব বিধান অনুযায়ী—
-
ট–বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ‘ণ’ যুক্ত হয়।
যেমন—-
ঘণ্টা
-
লুণ্ঠন
-
কাণ্ড
-
কণ্টক
-
পাণ্ডব
-
কণ্ঠ
-
-
ঋ, র, ষ এর পরে যদি স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ‘ক’ বা ‘প’ বর্গীয় ধ্বনি থাকে, তবে পরবর্তীতে ‘ন’ হয়ে যায় ‘ণ’।
যেমন—-
কৃপণ
-
হরিণ
-
অর্পণ
-
লক্ষণ
-
(উৎস:
0
Updated: 1 month ago
কোনটি বস্তু-বিশেষ্য?
Created: 1 month ago
A
বই
B
ফুল
C
গরু
D
ইত্তেফাক
বস্তু-বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো দ্রব্য বা বস্তুর নাম প্রকাশ করে।
-
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি
-
অন্যান্য প্রকার:
-
নাম-বিশেষ্য: ইত্তেফাক
-
জাতি-বিশেষ্য: গরু, ফুল
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
-
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস।
-
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়।
-
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান।
-
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত।
-
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড।
-
তালু: মুখবিবরের ছাদ।
-
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ।
-
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে।
উৎস:
0
Updated: 1 month ago