'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
সায়র
B
নীরদ
C
পয়োধি
D
জলধি
উত্তরের বিবরণ

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
-------------
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
Created: 1 month ago
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 month ago
A
বুদ্ধিজীবি
B
গোধূলী
C
অন্তর্জগত
D
প্রোজ্জ্বল
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ ও অশুদ্ধ বানান পার্থক্য ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল
-
অশুদ্ধ বানান ও সংশোধিত শুদ্ধ রূপ:
-
গোধূলি → গোধূলী
-
বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী
-
অন্তর্জগৎ → অন্তর্জগত
-
উৎস:
0
Updated: 1 month ago
‘মনমাঝি’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
মন ও মাঝি।
B
মন মাঝির ন্যায়
C
মনরূপ মাঝি
D
মন যে মাঝি
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।
0
Updated: 2 months ago