সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
A
দীর্ঘিকা, নদী, প্রণালী
B
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
C
গাঙ, তটিনী, অর্ণব
D
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
উত্তরের বিবরণ
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
তামসিক
B
বারুই
C
পান-ব্যবসায়ী
D
পর্ণকার
• ‘তাম্বূলিক’ শব্দের অর্থ পান ব্যবসায়ী।
• এর সমার্থক শব্দ হলো বারুই (যারা পান উৎপাদন ও বিক্রি করেন) এবং পর্ণকার (পান বিক্রেতা)।
• অন্যদিকে, ‘তামসিক’ শব্দের অর্থ ঘন অন্ধকারাচ্ছন্ন, যা ‘তাম্বূলিক’ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
বেসাতি শব্দের অর্থ কি?
Created: 2 months ago
A
কেনা বেচা
B
উপকরণ
C
সাজসজ্জা
D
পোশাক
0
Updated: 2 months ago
‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়-
Created: 1 month ago
A
শ্রান্তি
B
হর্ষ
C
পরিতোষ
D
প্রমোদ
‘আনন্দ’ শব্দের সমার্থক ও অপ্রয়োগিত শব্দ সম্পর্কে আমরা জানতে পারি যে এটি বিভিন্ন ধরনের সুখ বা উত্তেজনা প্রকাশের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এর বিপরীত বা অপ্রয়োগিত শব্দ ভুলভাবে ব্যবহারের ফলে অর্থ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
-
‘আনন্দ’-এর সমার্থক শব্দ: উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ, খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ।
-
‘আনন্দ’-এর সমার্থক নয়: শ্রান্তি।
-
‘শ্রান্তি’ শব্দের অর্থ: বিরাম, পরিশ্রমজনিত অবসাদ, নিবৃত্তি।
-
0
Updated: 1 month ago