'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
A
এঁটোপাত না যায় স্বর্গে
B
এক মাঘে শীত যায় না
C
কয়লা ধুলে ময়লা যায় না
D
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
উত্তরের বিবরণ
কয়লা ধুলে ময়লা যায় না' প্রবাদের অর্থ হলো স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এঁটোপাত না যায় স্বর্গে: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না
-
এক মাঘে শীত যায় না: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
-
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে: দুর্ভাগ্য সর্বত্রগামী
উৎস:

0
Updated: 1 day ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 3 weeks ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 3 weeks ago
'মৌমাছি' এর প্রতিশব্দ -
Created: 3 days ago
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:

0
Updated: 3 days ago
সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
পহেলা
B
দ্বিতীয়া
C
একত্রিশে
D
সোয়া
পূরণবাচক সংখ্যা শব্দ (Ordinal Numbers)
বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যা শব্দ তিন প্রকার:
১. সাধারণ পূরণবাচক
-
সংজ্ঞা: ক্রমবাচক সংখ্যার অবস্থান বা পর্যায় নির্দেশ করে।
-
উদাহরণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ইত্যাদি।
-
সংক্ষিপ্ত রূপ: ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।
-
১১–১৮ পর্যন্ত পূর্ণ ও সংক্ষিপ্ত রূপ:
-
১১: একাদশ (১১শ) / এগারোতম (১১তম)
-
১২: দ্বাদশ (১২শ) / বারোতম (১২তম)
-
১৩: ত্রয়োদশ (১৩শ) / তেরোতম (১৩তম) …
-
-
১৯–৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত রূপ: শুধু ‘তম’ প্রত্যয় যোগ।
-
উদাহরণ: উনিশতম (১৯তম), বিশতম (২০তম), একুশতম (২১তম), আটাশতম (২৮তম), নিরানব্বইতম (৯৯তম)
-
-
নারীবাচক রূপ:
-
প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী (৪র্থী), পঞ্চমী (৫মী), ষষ্ঠী (৬ষ্ঠী), … একাদশী (১১শী), দ্বাদশী (১২শী) ইত্যাদি
-
২. তারিখ পূরণবাচক
-
ব্যবহার: বাংলা তারিখ নির্দেশে বিশেষ প্রত্যয় ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই …
-
ত্রিশে, একত্রিশে ইত্যাদি
-
৩. ভগ্নাংশ পূরণবাচক
-
ব্যবহার: পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝাতে।
-
উদাহরণ: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago