'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
A
এঁটোপাত না যায় স্বর্গে
B
এক মাঘে শীত যায় না
C
কয়লা ধুলে ময়লা যায় না
D
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
উত্তরের বিবরণ
কয়লা ধুলে ময়লা যায় না' প্রবাদের অর্থ হলো স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
এঁটোপাত না যায় স্বর্গে: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না
-
এক মাঘে শীত যায় না: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
-
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে: দুর্ভাগ্য সর্বত্রগামী
উৎস:
0
Updated: 1 month ago
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কী বলে?
Created: 1 month ago
A
বর্ণ
B
অক্ষর
C
শব্দ
D
লিপি
অক্ষর হলো বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশ। ইংরেজিতে এটিকে syllable বলা হয়।
-
প্রকারভেদ:
-
মুক্তাক্ষর: টানা যায় না, যেমন ক/লা।
-
বদ্ধাক্ষর: টানা যায়, যেমন দিন, রাত।
-
-
উদাহরণ: 'বাংলাদেশ' শব্দে ৩টি অক্ষর রয়েছে: বাং + লা + দেশ।
-
অক্ষর নির্ধারণের নিয়ম: শব্দে যতগুলো কার আছে এবং এক সঙ্গে উচ্চারিত শব্দাবলীর সংখ্যা মিলে অক্ষর সংখ্যা নির্ধারণ করা হয়।
0
Updated: 1 month ago
'ভিমরুলের চাকে ঢিল মারা' প্রবাদটির অর্থ-
Created: 1 month ago
A
অহেতুক দুর্ভাবনা পোহানো
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
অপরের ক্ষতি করার অভিপ্রায়ে নিজের ক্ষতি সাধন
D
নির্বুদ্ধিতায় শত্রুদের সজাগ করা
বাংলা বাগ্ধারা সাধারণ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাকে রূপকভাবে প্রকাশ করে। এগুলো সংক্ষিপ্ত হলেও অর্থে সমৃদ্ধ। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
ভিমরুলের চাকে ঢিল মারা অর্থ নির্বুদ্ধিতার কারণে শত্রু বা প্রতিপক্ষকে সজাগ করে তোলা।
-
মাথা নেই তার মাথাব্যথা অর্থ অহেতুক দুর্ভাবনা বা অকারণে দুশ্চিন্তা করা।
-
মাছি মেরে হাত কালো করা অর্থ সামান্য লাভের জন্য অপমান বা অসম্মানের ভাগী হওয়া।
-
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ অর্থ অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে নিজের ক্ষতি করে ফেলা।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি বিশেষণবাচক শব্দ?
Created: 1 month ago
A
দহন
B
জীবনী
C
জীবাণু
D
জীবাশ্ম
জীবনী শব্দটি বাংলা একাডেমির অভিধান অনুযায়ী বিশেষণবাচক শব্দ। এটি অন্য কিছু বস্তুর বা জীবনের বৈশিষ্ট্য বা অবস্থার বর্ণনা করতে ব্যবহৃত হয়।

-
ক) দহন – বিশেষ্য (জ্বালানোর কাজ বা প্রক্রিয়া বোঝায়)।
-
গ) জীবাণু – বিশেষ্য (ক্ষুদ্র জীবকে নির্দেশ করে)।
-
ঘ) জীবাশ্ম – বিশেষ্য (প্রাচীন জীবের দেহাবশেষ বোঝায়)।
0
Updated: 1 month ago