'হলাহল' এর বিপরীতার্থক শব্দ-
A
হরণ
B
হরিষ
C
বিষাদ
D
সুধা
উত্তরের বিবরণ
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ হলো সুধা / অমৃত। এখানে শব্দদ্বয়ের অর্থ ভিন্ন হলেও তারা পরস্পরের বিপরীতার্থক রূপে ব্যবহৃত হয়।
-
হলাহল: কাল-কূট; দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ
-
সুধা: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল
অন্যদিকে আরও কিছু বিপরীতার্থক শব্দ হলো—
-
হর্ষ/হরিষ: বিষাদ
-
হরণ: পূরণ
উৎস:
0
Updated: 1 month ago
‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
Created: 2 months ago
A
ডাক বিভাগের নাম
B
পোস্ট অফিসের নাম
C
প্রেরকের এলাকা
D
প্রাপকের এলাকা
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে।
আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
0
Updated: 2 months ago
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
মনোএল দ্য আসসুম্পসাঁউ
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো মনোএল দ্য আসসুম্পসাঁউ রচিত একটি গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ। এটি মূলত গুরু–শিষ্য কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে রচিত। গ্রন্থটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
মনোএল দা আসসুম্পসাঁউ:
-
একজন পর্তুগিজ খ্রিস্টান ধর্মযাজক।
-
তিনি বাংলা ভাষায় প্রথমবারের মতো ব্যাকরণ রচনা করেন।
-
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।
মনোএল দা আসসুম্পসাঁউ-এর রচিত গ্রন্থ:
-
কৃপার শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
0
Updated: 1 month ago
'A beggar may sing before a pick-pocket.' এর বাংলা অনুবাদ -
Created: 1 month ago
A
ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
B
নানা মুনির নানা মত।
C
নাচতে না জানলে উঠোন বাঁকা।
D
ধর্মের ঢাক আপনি বাজে।
‘ন্যাংটার নেই বাটপাড়ের ভয়’ এর ইংরেজি অনুবাদ হলো A beggar may sing before a pick-pocket। এটি বোঝায় যে, যার ভয় নেই বা যার কিছু হারানোর নেই, সে সহজে সাহসী বা নির্ভয়ে আচরণ করতে পারে।
অন্যদিকে—
-
ধর্মের ঢাক আপনি বাজে — Virtue proclaims itself
-
নাচতে না জানলে উঠোন বাঁকা — A bad workman quarrels with his tools
-
নানা মুনির নানা মত — All feet tread not in one shoe
0
Updated: 1 month ago