'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
A
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
D
প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
উত্তরের বিবরণ
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ হলো লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
মাছি মেরে হাত কালো করা: সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
-
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ: শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া
-
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত: প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago
‘নবপৃথিবী’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
নব ও পৃথিবী
B
নব পৃথিবী যার
C
নব যে পৃথিবী
D
নব পৃথিবীর ন্যায়
'নবপৃথিবী'- এর সঠিক ব্যাসবাক্য নব যে পৃথিবী। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
0
Updated: 2 months ago
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় নিচের কোন গুণটি থাকা প্রয়োজন?
Created: 1 month ago
A
আসত্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসক্তি
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় আসত্তি গুণটি থাকা প্রয়োজন।
আদর্শ বাক্যের জন্য তিনটি গুণ থাকা জরুরি—
১. আকাঙ্ক্ষা:
-
বাক্যের অর্থ স্পষ্ট করতে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা বা প্রয়াসকে আকাঙ্ক্ষা বলে।
-
উদাহরণ:
-
ছেলেরা খেলে।
-
কাজল নিয়মিত লেখাপড়া।
এই দুই বাক্য অসম্পূর্ণ, অর্থাৎ আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
পরিপূর্ণ বাক্য: -
ছেলেরা ফুটবল খেলে।
-
কাজল নিয়মিত লেখাপড়া করে।
-
২. আসত্তি:
-
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই আসত্তি।
-
উদাহরণ: ‘নিয়মিত করে হাসান লেখাপড়া’ — এখানে পদগুলোর সন্নিবেশ ঠিকঠাক নয়, ফলে অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি।
-
পরিপূর্ণ বাক্য (আসত্তিসম্পন্ন): হাসান নিয়মিত লেখাপড়া করে।
৩. যোগ্যতা:
-
বাক্যের পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম যোগ্যতা।
-
উদাহরণ: ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ — রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না, তাই বাক্যটির ভাব প্রকাশ যোগ্য নয়।
-
পরিপূর্ণ বাক্য (যোগ্যতাসম্পন্ন): বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে।
(উৎস:
0
Updated: 1 month ago
'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
সুভাষণ
B
উত্তেজক
C
শিক্ষানবিশ
D
প্রসংশা
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Apprentice : শিক্ষানবিশ
-
Mass Education : গণশিক্ষা
-
Phonetics : ধ্বনিবিজ্ঞান
-
Plebiscite : গণভোট
-
Pledge : বন্দক
-
Orion : কালপুরুষ
-
Hostage : জিম্মি
-
Honorary : অবৈতনিক
-
Distorted : বিকৃত
উৎস:
0
Updated: 1 month ago