'ক্রোড়-ক্রোর' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
A
লক্ষসংখ্যক-পত্র
B
পত্র-দলিল
C
দৌড়-টাকা
D
কোল-কোটি
উত্তরের বিবরণ
'ক্রোড়' শব্দের অর্থ হলো কোল, আর 'ক্রোর' শব্দের অর্থ হলো কোটি। এ ধরনের শব্দজোড় বাংলা ভাষায় প্রায়ই দেখা যায়, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলো।
-
খড়: তৃণ
-
খর: তীব্র
-
খদ্দর: কাপড়
-
খদ্দের: গ্রাহক
-
খরা: রৌদ্র
-
ক্ষরা: ক্ষরণ
-
খুর: পশুর পায়ের অংশ
-
ক্ষুর: কামানোর অস্ত্র
উৎস:

0
Updated: 1 day ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 weeks ago
A
মা
B
মেয়ে
C
ছাত্রী
D
সতীন
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
Created: 2 weeks ago
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।

0
Updated: 2 weeks ago
'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 4 days ago
A
ক্ + ষ
B
ষ্ + হ
C
হ্ + ম
D
ম্ + হ
‘ব্রাহ্মণ’ শব্দের মধ্যে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণ আসলে হ্ + ম বর্ণের সমন্বয়ে গঠিত। বাংলা ভাষায় এ ধরনের একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়— স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। যে যুক্তবর্ণগুলো দেখলে সহজে বোঝা যায়, সেগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। আর যেগুলো সহজে চেনা যায় না, সেগুলোকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়।
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস:

0
Updated: 4 days ago