'উড়নচণ্ডী' বাগ্ধারার অর্থ হলো অমিতব্যয়ী। এর পাশাপাশি আরও কিছু বাগ্ধারা আছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞান
-
গোঁফ খেজুরে: অত্যন্ত অলস
উৎস:
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ কী?
A
না জানার ভান করা
B
আন্দাজে কাজ করা
C
কিছু না জানা
D
হতবুদ্ধি হওয়া
উত্তরের বিবরণ
'অন্ধকারে থাকা' বাগ্ধারার অর্থ হলো কিছু না জানা। এর পাশাপাশি আরও কিছু প্রচলিত বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
আকাশ থেকে পড়া: না জানার ভান করা
অন্ধকারে ঢিল ছোঁড়া/মারা: আন্দাজে কাজ করা
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি হওয়া
উৎস:
0
Updated: 1 day ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 week ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
গল্পগ্রন্থসমূহ:
ব্যথার দান
রিক্তের বেদন
শিউলিমালা
উৎস:
0
Updated: 1 week ago
’উজবুক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 week ago
A
আরবি ভাষা
B
ফার্সি ভাষা
C
হিন্দি ভাষা
D
তুর্কি ভাষা
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘উজবুক’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত এবং এটি একটি বিশেষণ পদ। শব্দটির অর্থ হলো—
আহাম্মক
বোকা
নির্বোধ
তুর্কি ভাষা থেকে গৃহীত গুরুত্বপূর্ণ কিছু শব্দ
সওগাত
বাবুর্চি
বেগম
কাবু
কাঁচি
তোপ
কুর্নিশ
কোর্মা
চাকু
চোগা
তকমা
উৎস:
0
Updated: 1 week ago
'অমিতব্যয়ী' অর্থ বুঝাতে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
Created: 1 day ago
A
উনপাঁজুরে
B
উড়নচণ্ডী
C
কূপমণ্ডুক
D
গোঁফ খেজুরে
0
Updated: 1 day ago