What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
উত্তরের বিবরণ
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 day ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 3 days ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।

0
Updated: 3 days ago
What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
Created: 3 days ago
A
Irish
B
English
C
American
D
French
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।

0
Updated: 3 days ago
What is Estragon often associated with in contrast to Vladimir in the play Waiting for Godot?
Created: 3 days ago
A
The body and immediate needs
B
The mind and philosophy
C
The soul and spirituality
D
The future and hope
Estragon মূলত ক্ষুধা, ব্যথা ও ক্লান্তি নিয়ে ব্যস্ত। বিপরীতে Vladimir বেশি ভাবুক ও দার্শনিক। এই দ্বৈততা মানব জীবনের দুই দিককে প্রতিফলিত করে।

0
Updated: 3 days ago