What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
উত্তরের বিবরণ
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।
0
Updated: 1 month ago
What does the tree symbolise in Waiting for Godot?
Created: 4 weeks ago
A
Eternal life
B
Religious salvation
C
Both hope and barrenness
D
The passage of time and change
"Waiting for Godot" নাটকে গাছ (Tree) একটি গভীর প্রতীকী উপাদান, যা একই সঙ্গে আশা (Hope) এবং বিরানতা বা নিঃসারতা (Barrenness) — এই দুই বিপরীত অর্থ বহন করে।
-
প্রথমত, গাছটি সেই আশার প্রতীক, যা ভ্লাদিমির ও এস্ট্রাগন (Vladimir and Estragon) বারবার Godot-এর আগমনের প্রত্যাশায় ধরে রাখে। এটি যেন এক নবজীবনের বা পরিবর্তনের সম্ভাবনা, যা তাদের একঘেয়ে অস্তিত্বে সামান্য আলো আনে।
-
দ্বিতীয়ত, একই গাছ আবার একটি বিরান, অর্থহীন অস্তিত্বের প্রতিচ্ছবি। এর প্রায় পাতাহীন, শুষ্ক রূপ মানুষ জীবনের নিষ্ফল অপেক্ষা ও সময়ের স্থবিরতাকে ইঙ্গিত করে।
-
নাটকের মধ্যভাগে গাছের সামান্য পরিবর্তন (পাতা গজানো) আবার এক ঝলক আশার জন্ম দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অর্থহীন প্রতীক্ষায় বিলীন হয়।
অতএব, গাছটি নাটকে একই সঙ্গে আশা ও শূন্যতার প্রতীক, যা মানবজীবনের অস্তিত্ববাদী সংকটকে নিখুঁতভাবে তুলে ধরে।
0
Updated: 4 weeks ago
What is the role of silence in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
To highlight emptiness and tension
B
To give rhythm like music
C
To symbolise divine presence
D
To express political protest
নাটকে সংলাপের পাশাপাশি নীরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরিত্ররা অনেক সময় কিছু না বলে দাঁড়িয়ে থাকে। এই নীরবতা আসলে জীবনের শূন্যতা প্রকাশ করে। দর্শকও অনুভব করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। Beckett নীরবতাকে ভাষার মতোই ব্যবহার করেছেন নাটকের দার্শনিক শক্তি বাড়াতে।
0
Updated: 1 month ago
Which character contemplates hanging himself from the tree in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Estragon
B
Vladimir
C
Pozzo
D
Lucky
Estragon নাটকের শুরুতে গাছের ডালে ঝুলে আত্মহত্যার কথা বলে। তার এই কথা নাটকের নিস্ফলতা ও হতাশাকে প্রতিফলিত করে। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে না পেলে মৃত্যুর কথা ভাবে। কিন্তু তারাও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। এই দোটানাই নাটকের দার্শনিক ব্যাকরণ তৈরি করে।
1
Updated: 1 month ago