রাজনৈতিক দলের কার্যাবলির অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ
B
জনমত গঠন
C
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
D
বিরোধী ভূমিকা পালন
উত্তরের বিবরণ
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা সরাসরি রাজনৈতিক দলের কার্যক্রমের অংশ নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক গণতন্ত্র মূলত পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। এতে জনগণ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে এবং এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দলের প্রধান কার্যাবলি হলো:
-
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ করা
-
নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন
-
জনমত গঠন করা
-
প্রার্থী মনোনয়ন
-
প্রচারণা পরিচালনা
-
ভোটারদের স্বার্থ সংরক্ষণ
-
বিরোধী ভূমিকা পালন করা
-
রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার
-
স্বেচ্ছাচার প্রতিরোধ
-
রাজনৈতিক সামাজিকীকরণ
-
শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা
-
সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন
-
জাতীয় ঐক্যবোধ সৃষ্টি
-
সমাজতন্ত্র প্রতিষ্ঠা
-
স্বার্থের একত্রীকরণ
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
Created: 1 month ago
A
৯.৩১%
B
১০.৫৫%
C
১১.২৩%
D
১২.৭৯%
মৎস্য উৎপাদন (২০২৪) অনুযায়ী বাংলাদেশের মৎস্য খাতের তথ্য নিম্নরূপ:
-
মোট উৎপাদন: ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন
-
মিঠা পানিতে উৎপাদন: ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন
-
লোনা পানিতে উৎপাদন: ৬,২৮,৬২৩ মেট্রিক টন
-
-
প্রধান মাছের উৎপাদন ভাগ (%):
-
ইলিশ: ১০.৫৫%
-
চিংড়ি: ৫.১৯%
-
মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল): ২২.৬৪%
-
এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প ইত্যাদি): ১১.৩০%
-
অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া): ৩.১৩%
-
তেলাপিয়া: ৮.৭৬%
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ – ৩,৪৫,০০১ মেট্রিক টন
২. কুমিল্লা – ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
৩. যশোর – ২,৪৮,০৮৯ মেট্রিক টন -
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম – ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
২. খুলনা – ৮,২২,৩৬১ মেট্রিক টন
৩. রাজশাহী – ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
0
Updated: 1 month ago
‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
Created: 1 month ago
A
নাসির উদ্দিন ইউসুফ
B
তারেক মাসুদ
C
তানভীর মোকাম্মেল
D
মান্নান হীরা
একাত্তরের ক্ষুদিরাম
-
পরিচালক ও নির্মাতা: মান্নান হীরা।
-
প্রকার: মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র।
-
চিত্রনাট্য ও পরিচালনা: মান্নান হীরার রচনা ও পরিচালনায় নির্মিত।
অভিনয় শিল্পী
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ।
-
শিশু শিল্পী: স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি প্রমুখ।
নির্মাণকাল
-
২০১২–২০১৩ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়।
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
A World of Three Zeros. বইয়ের লেখক কে?
Created: 1 month ago
A
ড. মুহাম্মদ ইউনুস
B
জামাল নজরুল ইসলাম
C
অমর্ত্য সেন
D
ফজলুর রহমান খান
ড. মুহাম্মদ ইউনুস
-
জন্ম: ১৯৪০, বাথুয়া, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
-
পেশা: ব্যাংকার, অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক
-
প্রধান অবদান:
-
ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার (মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক)
-
বিশ্ব খাদ্য পুরস্কার
-
দক্ষিণ এশিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে (Banker to the Poor)
-
-
অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
-
0
Updated: 1 month ago