বাংলাদেশের হস্তলিখিত মূল সংবিধানের লেখক কে ছিলেন?
A
শিল্পাচার্য জয়নুল আবেদীন
B
ড. কামাল হোসেন
C
ড. আনিসুজ্জামান
D
আব্দুর রউফ
উত্তরের বিবরণ
- বাংলাদেশের
হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ।
সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ. কে. এম আব্দুর রউফ।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

0
Updated: 1 day ago
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
কুয়েত
B
সৌদি আরব
C
কাতার
D
সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল
-
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো।
-
এর মধ্যে সর্বাধিক গন্তব্য সৌদি আরব → মোট নারী অভিবাসীর ৭২%।
অন্যান্য প্রধান গন্তব্যস্থল:
-
জর্ডান → ১৮%
-
কাতার → ৮%
-
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত → ১% করে
📌 উৎস: বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)।

0
Updated: 2 weeks ago
রাজনৈতিক দল কীসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
Created: 2 weeks ago
A
মত, পথ ও আদর্শের ভিত্তিতে
B
স্বজাতিবোধের ভিত্তিতে
C
সম্পর্কের ভিত্তিতে
D
ন্যায়নীতির ভিত্তিতে
বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী:
- বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
- গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে।
- যেকোনো গোষ্ঠী বা দল প্রচলিত বিধির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো রাজনৈতিক দল গঠন করতে পারে।
- বর্তমানে বিরাজমান এত অধিকসংখ্যক রাজনৈতিক দল কোন দেশের জন্য সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।
- বাংলাদেশে রাজনৈতিক দলের অন্যতম সমস্যা হচ্ছে এ দলগুলো বিভিন্ন রকম।
- রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা কোন পরিবর্তন চায় না।
- ধনিক শ্রেণি নিয়ে তাদের দল গঠিত। তারা পুরোমাত্রায় রক্ষণশীল। এই দল গুলোর সমর্থকগণ রক্ষণশীল।
- আবার কতগুলো দল আছে যারা বর্তমান সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে চায়।
- এই দলের সমর্থকগণ প্রগতিশীল হিসেবে পরিচিত।
তথ্যসূত্র - পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 4 days ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
-
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
-
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
-
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
-
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
-
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
-
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
-
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago