বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে?
A
এ এম আমিন উদ্দিন
B
মাহবুবে আলম
C
মো. আসাদুজ্জামান
D
ব্যারিস্টার রফিক-উল হক
উত্তরের বিবরণ
বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল
-
নাম: মো. আসাদুজ্জামান
-
পদে যোগদান: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক নিয়োগপ্রাপ্ত
-
সংবিধান ভিত্তি: অনুচ্ছেদ ৬৪(১) অনুসারে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
-
পূর্বসূরি: এ. এম. আমিন উদ্দিন
-
পেশাগত পরিচয়: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব
-
সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
-
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন।
-
সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দিয়ে থাকে।
0
Updated: 1 month ago
দেবপর্বত বর্তমান কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
নওগাঁয়
B
কুমিল্লায়
C
বগুড়ায়
D
নাটোরে
দেবপর্বত বর্তমানে কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত এবং এটি মূলত সমতট রাজ্যের রাজধানী ছিল। দেব রাজবংশের শাসনামলে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
-
দেবপর্বত সমতটের একটি প্রাচীন নগরী, যা কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ার পূর্বেই এটি তীর্থস্থান এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদ।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ এবং বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান।
-
৭ম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
উৎস:
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৭৫৬ সালে
B
১৭৫৭ সালে
C
১৭৬৪ সালে
D
১৭৬৫ সালে
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
পলাশীর যুদ্ধ:
-
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।
-
এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
-
প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে পালিত হয়।
-
ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা করেন।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি?
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
১টি
বাংলাদেশের সংবিধান – প্রস্তাবনা সংক্রান্ত তথ্য
-
প্রস্তাবনার সংখ্যা: ১টি
-
প্রস্তাবনার ভাগ: ৫টি
প্রস্তাবনার ভাগসমূহ:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
সংক্ষিপ্ত তথ্য:
-
সংবিধান গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২
-
কার্যকর: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
মোট অনুচ্ছেদ: ১৫৩
-
ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
মূলনীতি: ৪টি
0
Updated: 1 month ago