CPD এর পূর্ণরূপ কী?
A
Centre for Political Development
B
Council for People’s Democracy
C
Centre for Policy Dialogue
D
Committee for Public Discussion
উত্তরের বিবরণ
CPD (Center for Policy Dialogue) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি নীতিমালা ও বাণিজ্যিক পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করে।
-
প্রতিষ্ঠাতা: অর্থনীতিবিদ রেহমান সোবহান
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য:
-
নাগরিক সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গঠন
-
তথ্যবহুল বিতর্ক উদ্দীপনা
-
জ্ঞান সৃষ্টি ও নীতি নির্ধারণে প্রভাব
-
গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি প্রভাবিত করা
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন ইপিজেডে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়?
Created: 1 month ago
A
চট্টগ্রাম ইপিজেড
B
ঢাকা ইপিজেড
C
ঈশ্বরদী ইপিজেড
D
কর্ণফুলী ইপিজেড
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ)
-
দেশের শিল্প খাতের দ্রুত বিকাশ ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) ইপিজেড স্থাপন করে সার্বিক সহযোগিতা প্রদান করছে।
-
বর্তমানে বাংলাদেশে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী।
-
ইপিজেডে মোট শিল্পপ্রতিষ্ঠান: ৫৬৩টি, যার মধ্যে ৪৫০টি চালু এবং ১১৩টি বাস্তবায়নের প্রক্রিয়ায়।
-
সর্বোচ্চ উৎপাদন ও বিনিয়োগ: চট্টগ্রাম ইপিজেড। দ্বিতীয় স্থানে ঢাকা ইপিজেড।
উৎপাদন ও রপ্তানি তথ্য (২০২৪–২৫):
-
ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের রপ্তানি বৃদ্ধি: ১৬%, যা দেশের মোট রপ্তানির ১৭%।
-
উৎপাদিত পণ্য ১২০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
-
শিল্প প্রতিষ্ঠানগুলোর ধরণ:
-
৩৩% তৈরি পোশাক
-
১৮% গার্মেন্টস অ্যাক্সেসরিজ
-
৯% টেক্সটাইল
-
৪০% বৈচিত্র্যময় পণ্য: ইলেকট্রনিক্স, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র, ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি
-
উৎস:
i) প্রথম আলো
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 2 months ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
| বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
|---|---|
| কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
| আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
| বাতেন বাহিনী | টাঙ্গাইল |
| হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
| হালিম বাহিনী | মানিকগঞ্জ |
| আকবর বাহিনী | মাগুরা |
| লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
| জিয়া বাহিনী | সুন্দরবন |
| ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি
0
Updated: 2 months ago
যদি একটি দল টানা দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়, তাহলে কী হবে?
Created: 1 month ago
A
সতর্কবার্তা দেওয়া হবে
B
নিবন্ধন স্থগিত হবে
C
নিবন্ধন বাতিল হবে
D
আর্থিক জরিমানা হবে
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কারণ হলো:
-
দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে, অথবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান ও সাধারণ সম্পাদক/মহাসচিবদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক আবেদন করা হলে।
-
সরকার কর্তৃক দল নিষিদ্ধ ঘোষিত হলে।
-
কমিশনে প্রেরিত কোনো তথ্য পরপর তিন বছর প্রেরণ করতে ব্যর্থ হলে।
-
দলটি পরপর দুইটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে।
0
Updated: 1 month ago