সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে?
A
সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
B
অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
C
বিচারক-নিয়োগ
D
উপরের কোনটি নয়
উত্তরের বিবরণ
১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে। আইনের দ্বারা বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে, যেখানে একজন সভাপতি এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য থাকবেন।
-
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
-
0
Updated: 1 month ago
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
Created: 1 month ago
A
শুধুমাত্র উন্নত দেশ
B
শুধুমাত্র উন্নয়নশীল দেশ
C
শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
D
উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের (Intellectual Property) মেধাস্বত্ব সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি।
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
গৃহীত: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে
-
কার্যকর: ১ জানুয়ারি, ১৯৯৫
-
-
মূল বৈশিষ্ট্য:
-
উন্নয়নশীল ও স্বল্পোন্নত (LDC) দেশগুলোর জন্য রেয়াত সুবিধা প্রদান।
-
স্বল্পোন্নত দেশগুলোর জন্য TRIPS চুক্তির প্রয়োগের মেয়াদ ১ জুলাই, ২০৩৪ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যা WTO-র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? [ আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
বান্দরবান
B
খাগড়াছড়ি
C
চট্টগ্রাম
D
রাঙামাটি
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতি সবচেয়ে বেশি এবং এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলনামূলকভাবে সমৃদ্ধ।
-
বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট সংখ্যা: ৫০টি।
-
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী: ১৩টি।
-
সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা।
-
সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: মারমা।
-
জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস: রাঙামাটি।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
Created: 1 month ago
A
ঢাকা
B
খুলনা
C
রাজশাহী
D
রংপুর
শীর্ষ বিভাগসমূহ (উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: রংপুর
-
গম উৎপাদনে শীর্ষ: রাজশাহী
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: রংপুর
-
পাট উৎপাদনে শীর্ষ: ঢাকা
-
তুলা উৎপাদনে শীর্ষ: খুলনা
-
চা উৎপাদনে শীর্ষ: সিলেট
-
তামাক উৎপাদনে শীর্ষ: খুলনা
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago