সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে?
A
সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
B
অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
C
বিচারক-নিয়োগ
D
উপরের কোনটি নয়
উত্তরের বিবরণ
১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে। আইনের দ্বারা বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে, যেখানে একজন সভাপতি এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য থাকবেন।
-
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
-
0
Updated: 1 month ago
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সভাপতি কে?
Created: 1 month ago
A
অর্থমন্ত্রী
B
প্রধানমন্ত্রী
C
পরিকল্পনা মন্ত্রী
D
রাষ্ট্রপতি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা ECNEC হলো সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সংস্থা, যা জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প অনুমোদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council
-
এটি সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি হিসেবে বিবেচিত হয়
-
এই কমিটির সভাপতি দেশের প্রধানমন্ত্রী
-
অর্থমন্ত্রী বিকল্প চেয়ারম্যান বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন
-
কমিটির সদস্যরা সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন
0
Updated: 1 month ago
Rules of Business কে প্রণয়ন করেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রণীত হয়েছে, তাকে সরকারি কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়। এটি সরকারের কার্যক্রমের কাঠামো নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কার্যপদ্ধতি ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে।
-
Rules of Business, 1996 হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত।
-
কার্যবিধিমালার মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের মধ্যে কর্মবণ্টন নির্ধারণ করা এবং তাদের দায়িত্ব ও কর্মপদ্ধতি ঠিক করা।
-
রাষ্ট্রের সংবিধান যেমন সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য বাধ্যতামূলক।
-
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business প্রণয়ন করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয় ১ নভেম্বর ১৯৭৫ সালে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকায় সেটি সেই কাঠামোয় তৈরি হয়।
-
১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা প্রবর্তিত হয়।
-
কার্যবিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
-
এতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 1 month ago
১৯১৯ সালের পল্লি আইনে ইউনিয়ন পর্যায়ে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
ইউনিয়ন পরিষদ
B
ইউনিয়ন বোর্ড
C
ইউনিয়ন কাউন্সিল
D
ইউনিয়ন কমিটি
ইউনিয়ন পরিষদ বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যা গ্রামীণ অঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য গড়ে উঠেছে।
-
ব্রিটিশ আমলে গ্রাম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত আইন ১৮৭০ প্রবর্তিত হয়।
-
পাঁচ সদস্যবিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামে শান্তি রক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে এই ব্যবস্থা শুরু হয়।
-
১৮৮৫ সালে বঙ্গীয় স্থানীয় আইন পাশ হয়, যা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে মহকুমা বোর্ড এবং জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠন করেছিল।
-
১৯১৯ সালের পল্লি আইন দ্বারা চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে একক ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়।
-
পাকিস্তান আমলে এটি পরিচিত ছিল ইউনিয়ন কাউন্সিল নামে।
-
১৯৯৭ সালে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়।
-
সাধারণত একটি ইউনিয়ন পরিষদ ১০–১৫টি গ্রাম নিয়ে গঠিত হয়।
-
ইউনিয়ন পরিষদে থাকেন একজন নির্বাচিত চেয়ারম্যান, নয়জন সাধারণ সদস্য এবং তিনজন মহিলা সদস্য (সংরক্ষিত আসনে)।
উৎস:
0
Updated: 1 month ago