বাংলাদেশের সংবিধান অনুসারে, কোন বিলকে অর্থবিল বলা হয় না?
A
কর আরোপ সংক্রান্ত বিল
B
সরকারের ঋণ গ্রহণ সংক্রান্ত বিল
C
স্থানীয় সরকারের ফি সংক্রান্ত বিল
D
সংযুক্ত তহবিল থেকে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল
উত্তরের বিবরণ
- স্থানীয় কর, ফি বা উসুল সংক্রান্ত বিষয় অর্থবিলের আওতাভুক্ত নয়।
৮১। অর্থবিল:
(১) এই অনুচ্ছেদ অনুযায়ী, “অর্থবিল” বলতে সেই সব বিলকে বোঝায়, যেগুলোর মধ্যে কর আরোপ, রদবদল বা মওকুফ, সরকারি ঋণ গ্রহণ বা গ্যারান্টি দেওয়া, সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয় বা বরাদ্দ, তহবিলের হিসাব-নিকাশ ও সরকারের আর্থিক দায়দায়িত্বের বিষয় থাকে। এ ছাড়া এসব বিষয়ের সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয় থাকলেও সেটি অর্থবিল হিসেবে গণ্য হবে।
(২) কোনো জরিমানা, ফি, উসুল বা স্থানীয় সরকারের কর সংক্রান্ত বিষয় থাকলেই কোনো বিলকে অর্থবিল বলা যাবে না।
(৩) অর্থবিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানোর সময় স্পীকারকে অবশ্যই একটি সনদ দিতে হবে যে, এটি একটি অর্থবিল। এই
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 day ago
বর্তমানে দেশে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৪৮টি
B
৪৯টি
C
৫০টি
D
৫১টি
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
সংখ্যা ও স্বীকৃতি:
-
দেশে বর্তমানে ৫০টি স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী)।
-
-
ভৌগোলিক বিস্তৃতি:
-
সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাঙামাটিতে বসবাস করে।
-
পার্বত্য জেলা খাগড়াছড়ি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
-
মোট মানুষের মধ্যে পুরুষ ৪৯.৯৮%, নারী ৫০.০২%।
-
৬০.০৪% চট্টগ্রাম বিভাগে, ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর, ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।
-
-
প্রধান জনগোষ্ঠী ও বৈচিত্র্য:
-
পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।
-
উল্লেখযোগ্য গোষ্ঠী: চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া।
-
-
সর্ববৃহৎ গোষ্ঠী:
১. চাকমা
২. মারমা
৩. ত্রিপুরা
উৎস:
i) জনশুমারি ও গৃহগণনা ২০২২
ii) প্রথম আলো

0
Updated: 2 weeks ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন কে?
Created: 1 day ago
A
শহিদ জামিল
B
শহিদ নূর হোসেন
C
শহিদ আসাদ
D
শহিদ মোস্তফা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন:
- জেনারেল এরশাদের ৯ বছরের শাসনামাল ছিল।
- ১৯৯০ সালে উত্তাল এবং রক্তাক্ত সপ্তাহে সেনাবাহিনী ও পুলিশের হাতে ৭০ জনের বেশি লোক নিহত হয়েছিলেন।
- শহিদ নূর হোসেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হন।
- কিন্তু তারও তিন বছর আগে আরেকটি গণআন্দোলন তিনি নিষ্ঠুরভাবে দমন করেছিলেন।
- সেই আন্দোলনের সময় গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা এক তরুণ নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন শহীদ হন।
- নূর হোসেনের লেখা শ্লোগান বুকে 'স্বৈরাচার নীপাত যাক' এবং পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক'।
- ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর এক তীব্র গণআন্দোলনের মুখে বাংলাদেশে জেনারেল এরশাদের নয় বছরের শাসনের অবসান ঘটে।
উল্লেখ্য,&

0
Updated: 1 day ago
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করে?
Created: 1 week ago
A
ICSID
B
IBRD
C
IDA
D
IFC
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
IFC (International Finance Corporation)
-
প্রতিষ্ঠিত: ২০ জুলাই, ১৯৫৬
-
বর্তমান সদস্য দেশ: ১৮৬টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন
-
মূল সেবা: ঋণ (Loans), ইক্যুইটি বিনিয়োগ (Equity Investments), ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), টেকনিক্যাল সহায়তা (Advisory Services)

0
Updated: 1 week ago