কোন ব্যক্তি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য বিবেচিত হন?
A
১২ বছর এডভোকেট হলে
B
৮ বছর এডভোকেট হলে
C
১০ বছর এডভোকেট হলে
D
১৫ বছর এডভোকেট হলে
উত্তরের বিবরণ
- ১০ বছর এডভোকেট বা বিচার বিভাগীয় পদে চাকুরির অভিজ্ঞতা থাকলে যোগ্য বিবেচিত হন।
• সুপ্রীম কোর্টের গঠন:
- বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রীম কোট।
- সুপ্রীম কোর্টের প্রধান হল প্রধান বিচারপতি।
- এ আদালতের দু’টি বিভাগ রয়েছে যথা- হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।
উল্লেখ্য,
- রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
- প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন।
- বাংলাদেশী কোন নাগরিক ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা থাকলে বা ১০ বছর বিচার বিভাগীয় কোন পদে চাকুরি করলে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হন।

0
Updated: 1 day ago
বাংলাদেশের জাতীয় সংসদ কতো কক্ষবিশিষ্ট?
Created: 4 days ago
A
দুই কক্ষবিশিষ্ট
B
তিন কক্ষবিশিষ্ট
C
এক কক্ষবিশিষ্ট
D
চার কক্ষবিশিষ্ট
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
-
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, যা এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
-
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
-
প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
-
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
তবে মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যে কোনো সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
-
তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
-
সংসদের কার্যকাল ৫ বছর।
-
তবে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
-
অধিবেশন সংক্রান্ত নিয়ম:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
-
কোরাম: মোট সদস্যের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা সম্ভব।
-
-
নেতৃত্ব ও বিরোধী দল:
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
নির্বাচনে দ্বিতীয় স্থানে আসা দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-

0
Updated: 4 days ago
নিচের কোনটি নির্বাহী বিভাগের অংশ নয়?
Created: 1 week ago
A
মন্ত্রিপরিষদ
B
প্রধানমন্ত্রী
C
প্রধান বিচারপতি
D
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকারের কাঠামো তিনটি প্রধান বিভাগে বিভক্ত, যেখানে প্রতিটি বিভাগ রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট দায়িত্ব পালন করে। এর মধ্যে প্রধান বিচারপতি বিচার বিভাগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
নির্বাহী বিভাগকে শাসনবিভাগও বলা হয়। এটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।
-
আইন বিভাগ আইন প্রণয়ন ও সংশোধনের কাজ করে থাকে। এ দায়িত্ব সাধারণত জাতীয় সংসদ পালন করে।
-
বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এর নেতৃত্বে থাকেন প্রধান বিচারপতি।
উৎস:

0
Updated: 1 week ago
বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেন?
Created: 1 day ago
A
আইন সচিব
B
প্রধান বিচারপতি
C
অ্যাটর্নি জেনারেল
D
কোনটি নয়
অ্যাটর্নি জেনারেল হলেন সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
অ্যাটর্নি জেনারেল:
- অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
- তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দেয়। এ পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন। তাকে যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সহায়তা করেন।
দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
- তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
- সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে পুনরাদেশ না দেওয়া
সূত্র- অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট।

0
Updated: 1 day ago