কোন ব্যক্তি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য বিবেচিত হন?
A
১২ বছর এডভোকেট হলে
B
৮ বছর এডভোকেট হলে
C
১০ বছর এডভোকেট হলে
D
১৫ বছর এডভোকেট হলে
উত্তরের বিবরণ
সুপ্রীম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যা দেশের বিচার ব্যবস্থা ও সংবিধান রক্ষা করার প্রধান প্রতিষ্ঠান। এটি দুটি বিভাগের মধ্যে বিভক্ত—হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের প্রধান এবং আদালতের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
-
প্রধান বিচারপতি: সুপ্রীম কোর্টের প্রধান
-
বিভাগসমূহ: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
-
নিয়োগ প্রক্রিয়া:
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
যোগ্যতা: বাংলাদেশের নাগরিক যে কেউ যদি ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা রাখেন বা ১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকরি করে থাকেন, তবে তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের যোগ্য বিবেচিত হন।
0
Updated: 1 month ago
ডাম্বারটন ওকস সম্মেলনে কত সদস্যের নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়?
Created: 1 month ago
A
৯ সদস্য
B
১১ সদস্য
C
১৩ সদস্য
D
১৫ সদস্য
ডাম্বারটন ওকস সম্মেলন (Dumbarton Oaks Conference)
-
স্থান ও সময়: ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে, ২১ আগস্ট – ৭ অক্টোবর ১৯৪৪।
-
উপস্থিত দেশ: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন।
-
উদ্দেশ্য: জাতিসংঘ গঠনের প্রাথমিক রূপরেখা ও কাঠামো নির্ধারণ।
প্রধান প্রস্তাবসমূহ:
-
জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ।
-
সাধারণ পরিষদ: সমস্ত সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত।
-
নিরাপত্তা পরিষদ: ১১ সদস্য বিশিষ্ট, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যদের মেয়াদ ২ বছর।
-
আন্তর্জাতিক বিচার আদালত স্থাপন।
-
সচিবালয় প্রতিষ্ঠা।
0
Updated: 1 month ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 1 month ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।
0
Updated: 1 month ago
অষ্টম সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের কোন পরিবর্তন আনা হয়?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির অধীনে হাইকোর্ট আনা
B
আপিল বিভাগ বাতিল
C
ঢাকার বাইরে হাইকোর্টের ছয়টি বেঞ্চ স্থাপন
D
সুপ্রিম কোর্ট বাতিল
৮ম সংশোধনী (১৯৮৮)
৮ম সংবিধান সংশোধনী ১৯৮৮ সালে গৃহীত হয় এবং এটি সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে পরিবর্তন আনে। সংশোধনী সম্পর্কিত প্রধান তথ্যসমূহ নিম্নরূপ:
-
সংবিধানের সংশোধিত অনুচ্ছেদসমূহ: ২ক, ৩, ৫, ৩০ ও ১০০
-
মূল পরিবর্তনসমূহ:
১. ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়।
২. ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সম্পন্ন করা হয়।
৩. সংবিধানের ৫ অনুচ্ছেদে Bengali শব্দটি পরিবর্তন করে Bangla, এবং Dacca পরিবর্তন করে Dhaka করা হয়।
৪. সংবিধানের ৩০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়, যার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া কোনো নাগরিক বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা বা পুরস্কার গ্রহণ করতে পারবে না। -
আইনি প্রেক্ষাপট: ১৯৮৯ সালে আপীল বিভাগ হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংক্রান্ত ধারা অসাংবিধানিক বলে রায় প্রদান করে।
0
Updated: 1 month ago