সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
উত্তরের বিবরণ
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১২২ অনুচ্ছেদে নির্ধারিত। এটি জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করে।
-
যোগ্যতা নির্ধারণ:
-
প্রার্থী বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
-
যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হওয়া থাকতে হবে এবং ঘোষণাটি বহাল থাকলে যোগ্যতা হারাবে।
-
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে বা আইনের দৃষ্টিতে ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে।
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে কোনো অপরাধের দোষী প্রমাণিত থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা যাবে না।
-
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৭৫৬ সালে
B
১৭৫৭ সালে
C
১৭৬৪ সালে
D
১৭৬৫ সালে
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
পলাশীর যুদ্ধ:
-
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।
-
এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
-
প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে পালিত হয়।
-
ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা করেন।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
সূত্র:
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে?
Created: 1 month ago
A
মোরশেদুল ইসলাম
B
গিয়াস উদ্দিন আহম্মেদ
C
হুমায়ূন আহমেদ
D
জহির রায়হান
আগুনের পরশমণি:
- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- চিত্রনাট্য ও পরিচালনা: হুমায়ূন আহমেদ।
- নির্মিত হয়: ১৯৯৪ সালে।
- মুক্তি পায়: ১৯৯৫ সালে।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- শাখাগুলো হচ্ছে-
• শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত),
• শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা),
• শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক),
• শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ),
• শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।
0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
Created: 1 month ago
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago