সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
উত্তরের বিবরণ
- সংবিধানের ১২২ অনুচ্ছেদ ‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত।
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা:
- সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যোগ্য হবেন, যদি তিনি বাংলাদেশের নাগরিক হন এবং তাঁর বয়স ১৮ বৎসরের কম না হয়। এছাড়াও, যোগ্য আদালত কর্তৃক তিনি অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হয়ে থাকেন এবং ঘোষণাটি বহাল না থাকে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হিসেবে তার বসবাস থাকতে হবে বা আইনের দৃষ্টিতে তিনি ঐ এলাকার অধিবাসী বিবেচিত হতে হবে। উপরন্তু, তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের
সূত্র- বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 day ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত-
Created: 1 day ago
A
শিল্প খাত
B
কৃষি খাত
C
সেবা খাত
D
যোগাযোগ খাত
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
• বাংলাদেশের জিডিপিতে উৎপাদন ভিত্তিতে ৩ টি বৃহৎ খাত।
- সার্বিক ভাবে ১৯টি খাত রয়েছে।
- বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত।
উল্লেখ্য,
- জিডিপিতে সর্ববৃহৎ খাত- সেবা খাত।
- ছোট খাত- কৃষি খাত।
- কিন্তু কর্মসংস্থান দিক থেকে বৃহৎ খাত- কৃষি খাত।

0
Updated: 1 day ago
পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
ধর্মপাল
B
দেবপাল
C
গোপাল
D
মহীপাল
বাংলায় ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে জনগণ গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করে।
পাল বংশ:
-
পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল।
-
পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেন।
-
নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে গোপাল এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
-
শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় এক অন্ধকার যুগ বিরাজ করছিল।
-
বাংলার ইতিহাসে এই সময়কালকে ‘মাৎস্যন্যায়’ নামে খ্যাত।
-
‘মাৎস্যন্যায়’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ অরাজক পরিস্থিতি।
-
অরাজকতা ও রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে বাংলায় পাল বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।
-
শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হন।
সূত্র:

0
Updated: 1 week ago
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Created: 5 days ago
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
রাজশাহী
D
খুলনা
বাংলাদেশের ডাক বিভাগে দক্ষ জনবল তৈরি ও আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পোস্টাল একাডেমি। এটি মূলত ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন ও মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
-
বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহী শহরে অবস্থিত।
-
এটি জাতীয়ভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
স্বাধীনতার পরপরই এর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৭৪ সালে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
-
একাডেমি আনুষ্ঠানিকভাবে ১৯৮২ সালে রাজশাহীতে যাত্রা শুরু করে।
-
পরবর্তীতে ১৯৮৬ সালে এটি পুনর্গঠিত ও বর্তমান রূপে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে একাডেমি প্রায় ৬০০টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে, যেখানে অংশ নিয়েছেন ৬,০০০-এর বেশি প্রশিক্ষণার্থী।
-
প্রশিক্ষণ কার্যক্রম মূলত পোস্টাল ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও জনসংযোগ ইত্যাদি বিষয়ে কেন্দ্রীভূত।

0
Updated: 5 days ago