বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে "কোর্ট অব রেকর্ড" এর সম্পৃক্ততা রয়েছে?
A
অনুচ্ছেদ - ১০৮
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১১০
D
অনুচ্ছেদ - ১০৯
উত্তরের বিবরণ
- "কোর্ট অব রেকর্ড" বাংলাদেশ সংবিধানের ১০৮নং অনুচ্ছেদের সাথে সম্পৃক্ত।
অনুচ্ছেদ - ১০৮:
"কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট
সুপ্রীম কোর্ট হবে একটি
"কোর্ট অব্ রেকর্ড" এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশ দানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।
• সংবিধান:
- বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
- সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
অন্যদিকে -
- ১০৯নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
- ১১২নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের সহায়তা।
- ১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।

0
Updated: 1 day ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 5 days ago
A
১৯৯৪
B
১৯৯৫
C
১৯৯৬
D
১৯৯৮
Transparency International Bangladesh (TIB)
-
প্রতিষ্ঠা: ১৯৯৬ সালে।
-
ধরণ: সুশীল সমাজের অংশ, নির্দলীয়, অলাভজনক ও স্বাধীন সংস্থা।
-
প্রাথমিক অবস্থা: শুরুতে একটি ট্রাস্ট হিসেবে গঠিত।
-
নিবন্ধন: ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত বেসরকারি সংস্থা (NGO) হিসেবে।
-
উদ্দেশ্য:
-
সরকার, রাজনীতি, ব্যবসা, নাগরিক সমাজ ও দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূল করা।
-
দুর্নীতিমুক্ত বাংলাদেশ কল্পনা করা।
-
সচেতনতা বৃদ্ধি, সততা বৃদ্ধির মাধ্যমে নীতিগত পরিবর্তনের চেষ্টা।
-
নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, পদক্ষেপ নিতে এবং সুশাসন ও স্বচ্ছতার জন্য সরকারের জবাবদিহি নিশ্চিত করা।
-
-
পদ্ধতি: গবেষণা, তথ্য প্রকাশ, অ্যাডভোকেসি, এবং নাগরিক সম্পৃক্ততা ব্যবহার করে।

0
Updated: 5 days ago
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
Created: 5 days ago
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-

0
Updated: 5 days ago
বাংলাদেশ কোন দলের বিপক্ষে তার শততম টেস্ট খেলে?
Created: 5 days ago
A
ভারত
B
শ্রীলঙ্কা
C
কেনিয়া
D
কোনটি নয়
বাংলাদেশের টেস্ট ক্রিকেট সংক্রান্ত তথ্য:
-
টেস্ট মর্যাদা প্রাপ্তি: ১০ নভেম্বর ২০০০
-
প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক: নাইমুর রহমান
-
শততম টেস্ট ম্যাচ: শ্রীলঙ্কার বিপক্ষে
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, চট্টগ্রামে
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম হাজার রান সংগ্রাহক: হাবিবুল বাশার

0
Updated: 5 days ago