বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে "কোর্ট অব রেকর্ড" এর সম্পৃক্ততা রয়েছে?
A
অনুচ্ছেদ - ১০৮
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১১০
D
অনুচ্ছেদ - ১০৯
উত্তরের বিবরণ
"কোর্ট অব রেকর্ড" ধারণা বাংলাদেশের সংবিধানের ১০৮নং অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। সুপ্রীম কোর্টকে একটি কোর্ট অব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে অবমাননার জন্য তদন্ত এবং দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাসহ অন্যান্য আদালতের সকল ক্ষমতা অন্তর্ভুক্ত।
-
অনুচ্ছেদ ১০৮:
সুপ্রীম কোর্ট হবে একটি "কোর্ট অব্ রেকর্ড" এবং এর অবমাননার জন্য তদন্ত ও দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবে।
সংবিধান ও সুপ্রীম কোর্ট সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সুপ্রীম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক হিসেবে কাজ করে।
-
সংবিধান প্রণয়ের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
সংবাদানুযায়ী অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
১০৯নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ
-
১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর
-
১১২নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের সহায়তা
0
Updated: 1 month ago
প্রাচীন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Created: 1 month ago
A
সিলেট
B
বরিশাল
C
কুমিল্লা
D
নোয়াখালী
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
উল্লেখ্য:
- সিলেটের প্রাচীন নাম হরিকেল।
- কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
Created: 1 month ago
A
এস এ করিম
B
বি এ সিদ্দিকী
C
সালাহউদ্দিন নোমান চৌধুরী
D
আনোয়ারুল কমির চৌধুরী
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ
১. এস এ করিম – ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ (প্রথম স্থায়ী প্রতিনিধি)
২. কে এম কায়সার
৩. খাজা ওয়াসিউদ্দিন
৪. বি এ সিদ্দিকী
৫. আতাউল করিম
৬. এ.এইচ.জি. মহিউদ্দিন
৭. মোহাম্মদ মহসিন
৮. হুমায়ুন কবির
৯. রিয়াজ রহমান
১০. আনোয়ারুল কমির চৌধুরী
১১. ইফতেখার আহমেদ চৌধুরী
১২. ইসামত জাহান – ১৮ জুন ২০০৭ (প্রথম নারী স্থায়ী প্রতিনিধি)
১৩. এ কে আব্দুল মোমেন
১৪. মাসুদ বিন মোমেন
১৫. রাবাব ফাতিমা
১৬. মুহাম্মদ আবদুল মুহিত
১৭. সালাহউদ্দিন নোমান চৌধুরী – বর্তমান স্থায়ী প্রতিনিধি
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম।
-
বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হলেন ইসামত জাহান।
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী।
0
Updated: 1 month ago
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
রাজশাহী
D
খুলনা
বাংলাদেশের ডাক বিভাগে দক্ষ জনবল তৈরি ও আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পোস্টাল একাডেমি। এটি মূলত ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন ও মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
-
বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহী শহরে অবস্থিত।
-
এটি জাতীয়ভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
স্বাধীনতার পরপরই এর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৭৪ সালে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
-
একাডেমি আনুষ্ঠানিকভাবে ১৯৮২ সালে রাজশাহীতে যাত্রা শুরু করে।
-
পরবর্তীতে ১৯৮৬ সালে এটি পুনর্গঠিত ও বর্তমান রূপে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে একাডেমি প্রায় ৬০০টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে, যেখানে অংশ নিয়েছেন ৬,০০০-এর বেশি প্রশিক্ষণার্থী।
-
প্রশিক্ষণ কার্যক্রম মূলত পোস্টাল ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও জনসংযোগ ইত্যাদি বিষয়ে কেন্দ্রীভূত।
0
Updated: 1 month ago