কোন জেলায় কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
A
ময়মনসিংহ
B
ঢাকা
C
কুষ্টিয়া
D
টাঙ্গাইল
উত্তরের বিবরণ
কাগমারী সম্মেলন হলো পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশের) ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্মেলন, যা টাঙ্গাইল জেলার সন্তোষে অনুষ্ঠিত হয়।
-
সময় ও স্থান: ১৯৫৭ সালের ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার সন্তোষে।
-
আহ্বায়ক: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
-
প্রধান অতিথি: হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
উল্লেখযোগ্য দিক: কাগমারী সম্মেলন পূর্ব বাংলার প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্মেলনে রূপান্তরিত হয়।
-
ফলাফল: সম্মেলনের কয়েক মাসের মধ্যে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠিত হয়, যা তখনকার আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে আসে।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
Created: 1 month ago
A
১৯,০০০ হেক্টর
B
২৩,০০০ হেক্টর
C
২৭,০০০ হেক্টর
D
৩১,০০০ হেক্টর
এই তথ্যগুলো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (BBS) অনুযায়ী আদৌ করা হয়েছে; নিচের সংখ্যাগুলো সেই প্রতিবেদনের প্রতিলিপি — মূল তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে। (BBS Portal)
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩,৫৮,০০০ একর।
-
মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
-
এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
-
দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
-
তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
-
চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ (Bangladesh Bureau of Statistics) এবং কৃষি মন্ত্রণালয়ের সামারি পাতা। (BBS Portal)
(আপনি চাইলে আমি এই সংখ্যাগুলো আরও সাম্প্রতিক প্রকাশনা বা অন্য উৎস দিয়ে যাচাই করে সংক্ষেপ-টীকা যোগ করতে পারি।)
0
Updated: 1 month ago
প্রজাতন্ত্রের সকল কাজ কার নামে পরিচালিত হয়?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রিপরিষদ
D
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
-
প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়।
-
কোনো নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেই।
-
রাষ্ট্রপতি দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন।
-
সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন।
-
এছাড়া রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
Created: 1 month ago
A
বাংলা একাডেমি পদক
B
জাতীয় পুরস্কার
C
একুশে পদক
D
স্বাধীনতা পদক
স্বাধীনতা পদক
-
সংজ্ঞা: স্বাধীনতা পদক হলো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
-
প্রবর্তন: মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এই পুরস্কার প্রবর্তন করে।
-
প্রদানের ক্ষেত্র:
-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান
-
ভাষা আন্দোলনে অবদান
-
শিক্ষা
-
সাহিত্য
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
চিকিৎসা বিজ্ঞান
-
সাংবাদিকতা
-
জনসেবা
-
সামাজিক বিজ্ঞান
-
সঙ্গীত
-
ক্রীড়া
-
চারুকলা
-
পল্লী উন্নয়ন
-
-
পুরস্কারের উপাদান:
-
একটি স্বর্ণপদক
-
সম্মাননাপত্র
-
নগদ অর্থ
-
২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা:
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
0
Updated: 1 month ago