সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
জাতীয় সংসদ
D
জনগণ
উত্তরের বিবরণ
- প্রজাতন্ত্র
অংশে অনুচ্ছেদ ৭ অনুযায়ী বলা হয় 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ'।
৭নং অনুচ্ছেদ:
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে৷

0
Updated: 1 day ago
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
Created: 2 weeks ago
A
ট্রিগভে হাভডেন লি
B
পেরেজ ডি কুয়েলার
C
দ্যাগ হ্যামারশোল্ড
D
উথান্ট
জাতিসংঘের মহাসচিব সম্পর্কিত তথ্য
প্রথম মহাসচিব
-
নাম: ট্রিগভে হাভডেন লি
-
দায়িত্বকাল: ১৯৪৬-১৯৫৩
-
দেশ: নরওয়ে
দ্বিতীয় মহাসচিব
-
নাম: দ্যাগ হ্যামারশোল্ড
-
দায়িত্বকাল: ১৯৫৩-১৯৬১
-
দেশ: সুইডেন
-
মৃত্যু: ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর, তানজানিয়ার আরুশা শহরের কাছে বিমান দুর্ঘটনায়
-
বিশেষত্ব: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ
-
নোট: তিনি কঙ্গোতে শান্তি মিশনে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনা ঘটে
-
শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য জাতিসংঘ ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করেছে
চতুর্থ মহাসচিব
-
নাম: কুর্ট ওয়াল্ডহেইম
-
দেশ: অস্ট্রিয়া
-
উল্লেখযোগ্য ঘটনা: তার দায়িত্বকালেই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিসিআইসির তথ্য অনুযায়ী, দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা কোনটি?
Created: 2 weeks ago
A
আকিজ সিমেন্ট
B
বসুন্ধরা সিমেন্ট
C
ছাতক সিমেন্ট
D
শাহ সিমেন্ট
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড:
- বিসিআইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এখানে ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন করা হয়।
⇒ ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হলে ১৯৬৬ সাল হতে এটি ইপিআইডিসি’র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য,
- সিমেন্ট উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্লিংকার।
- চুনাপাথর ও মাটি থেকে প্রাপ্ত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন ইত্যাদিকে বিভিন্ন তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্লিংকার প্রস্তুত করা হয়।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম Genetically Modified (GM) খাদ্য ফসল কোনটি?
Created: 2 weeks ago
A
গোল্ডেন রাইস
B
বিটি তুলা
C
গোল্ডেন জুট
D
বিটি বেগুন
জেনেটিক্যালি মডিফায়েড (GM) ফসল
-
সংজ্ঞা:
জেনেটিক্যালি মডিফায়েড (GM) ফসল হলো এমন ফসল যার জিন পরিবর্তন (modification) করে ফলন বৃদ্ধি, রোগ ও পোকামাকড় প্রতিরোধসহ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অর্জন করা হয়। -
হাইব্রিড ফসল:
সব ধরনের হাইব্রিড ফসলই একধরনের জি.এম. ফসল। তবে এগুলো প্রাকৃতিক প্রতিরূপ ফসলের তুলনায় কখনো বিষাক্ত বা কম পুষ্টিগুণসম্পন্ন হতে পারে।
বাংলাদেশে প্রথম GM খাদ্য ফসল
-
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম GM খাদ্য ফসল হলো বিটি বেগুন (Bt Brinjal)।
-
২০১৪ সালে বাংলাদেশ সরকার এটি কৃষকদের মাঝে বিতরণের অনুমোদন দেয়।
Bt-বেগুন কী?
-
Bt শব্দটি এসেছে Bacillus thuringiensis নামক একটি মাটিবাহিত (soil-borne) ব্যাকটেরিয়া থেকে।
-
এই ব্যাকটেরিয়ার ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে সংযোজন করে উৎপাদিত বেগুনকে Bt-বেগুন বলা হয়।
সাধারণ বেগুন বনাম Bt-বেগুন:
-
সাধারণ বেগুনে একটি বিশেষ পোকা ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে, ফলে ফলন কমে যায়।
-
কৃষককে এ আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতি মৌসুমে ৬০–১৮০ বার কীটনাশক স্প্রে করতে হয়।
-
Bt-বেগুনে এই পোকার আক্রমণ হয় না, তাই কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
Bt-বেগুন চাষের গুরুত্ব
-
কীটনাশক ক্রয় ও স্প্রে করার খরচ বাঁচবে → উৎপাদন ব্যয় লক্ষ লক্ষ টাকা কমবে।
-
ভোক্তারা বিষমুক্ত বেগুন খেতে পারবেন → ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি কমবে।
-
মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে।
-
আশপাশের জলাশয় দূষণমুক্ত থাকবে এবং জলজ প্রাণীর প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
-
বেগুনের ফলন বৃদ্ধি পাবে।
উৎস:
i) উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ii) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

0
Updated: 2 weeks ago