চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে -
A
যারা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলী সম্পর্কে একমত পোষণ করে।
B
যারা সরকারের নীতি নির্ধারণ করে।
C
যারা সরকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে প্রভাবিত করার চেষ্টা করে।
D
যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে।
উত্তরের বিবরণ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংস্থা যা সরকারি নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে। এগুলি সাধারণত কিছু সংখ্যক ব্যক্তি বা সদস্য নিয়ে গঠিত, যারা সাধারণ স্বার্থ বা লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। অনেকে এই ধরনের গোষ্ঠীকে স্বার্থকামী গোষ্ঠী বলেও অভিহিত করেন।
-
রাজনৈতিক ব্যবস্থায় ভূমিকা:
-
রাজনৈতিক দলের ন্যায় চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।
-
একটি রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক প্রক্রিয়া বোঝার জন্য চাপ-সৃষ্টিকারী গোষ্ঠীর গঠন, আকৃতি-প্রকৃতি ও ভূমিকা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ।
-
-
সংজ্ঞা অনুযায়ী:
-
এটি সাধারণ স্বার্থে আবদ্ধ বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত।
-
আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা প্রভাবিত করে সদস্যদের স্বার্থ ও লক্ষ্য অর্জনের জন্য তৎপরতা চালায়।
-
-
উল্লেখযোগ্য মত: অধ্যাপক মাইনর ওয়েনার অনুযায়ী, চাপ সৃষ্টিকারী বা স্বার্থকামী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা সরকারি নীতিমালা প্রভাবিত করতে চায়।
0
Updated: 1 month ago
ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের আসনের অনুপাত কত?
Created: 1 month ago
A
৩:৪
B
২:৩
C
৩:১
D
৪:১
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ, যা গ্রামীণ এলাকার উন্নয়ন ও শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে।
-
ইউনিয়ন পরিষদের ভিত্তি ১৮৭০ সালে “গ্রাম চৌকিদারী আইন” প্রবর্তনের মাধ্যমে রচিত হয়।
-
পরবর্তী সময়ে:
-
১৯১৯ সালে ইউনিয়ন বোর্ড,
-
১৯৫৯ সালে ইউনিয়ন কাউন্সিল,
-
১৯৭২ সালে ইউনিয়ন পরিষদ হিসেবে রূপান্তরিত হয়।
-
-
১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের কাঠামোগত পরিবর্তন করা হয়।
-
প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত।
-
বর্তমান আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন ব্যক্তি থাকবেন:
-
১ জন চেয়ারম্যান,
-
১২ জন সদস্য, যার মধ্যে ৯ জন সাধারণ আসনের এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের।
-
-
প্রতি তিন ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হন, অর্থাৎ সাধারণ ও সংরক্ষিত আসনের অনুপাত ৩:১।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর, এবং সদস্যদের দুই-তৃতীয়াংশের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্যান্য সদস্য অপসারণ করা যেতে পারে।
-
এছাড়া ইউনিয়ন পরিষদের সাপ্তাহিক কাজ সম্পাদনের জন্য একজন সচিব রয়েছেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা এবং শাসন ব্যবস্থার দায়িত্বশীলতার জবাবদিহিতা নিশ্চিত করা।
উৎস:
0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
Created: 1 month ago
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ১২৪
B
অনুচ্ছেদ - ১২১
C
অনুচ্ছেদ - ১২৩
D
অনুচ্ছেদ - ১২২
বাংলাদেশের সংবিধান ভোটার-তালিকায় নামভুক্তি ও নির্বাচনী যোগ্যতার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হয়।
-
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
-
সংসদের নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
-
কোন ব্যক্তি ভোটার-তালিকায় অন্তর্ভুক্ত হবেন যদি:
-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন,
-
(খ) তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হয়,
-
(গ) কোন যোগ্য আদালত তাঁকে অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষণা না করে,
-
(ঘ) তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা সেই এলাকার অধিবাসী বিবেচিত হন,
-
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) অনুযায়ী কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
-
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময় নির্ধারণ।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-
0
Updated: 1 month ago