বাংলাদেশ সুপ্রীম কোর্টের কতটি বিভাগ রয়েছে?
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
উত্তরের বিবরণ
সুপ্রীম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যা দুটি বিভাগে বিভক্ত—হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের প্রধান এবং আদালতের প্রশাসনিক ও বিচারিক দায়িত্বসমূহের তত্ত্বাবধান করেন।
-
সুপ্রীম কোর্টের প্রধান: প্রধান বিচারপতি
-
বিভাগ: হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ
-
নিয়োগ প্রক্রিয়া:
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
যোগ্যতা: বাংলাদেশের কোনো নাগরিক যদি ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা রাখেন বা ১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকরি করে থাকেন, তবে তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের যোগ্য বিবেচিত হন।
0
Updated: 1 month ago
‘আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব’- উক্তিটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
মুনির চৌধুরী
B
জহির রায়হান
C
সৈয়দ শামসুল হক
D
হাসান হাফিজুর রহমান
‘আরেক ফাল্গুন’ উপন্যাস
-
বিখ্যাত উক্তি: "আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"
-
উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে।
-
প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
-
মূল বিষয়: ১৯৪৮ থেকে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, এবং তাদের প্রেম-প্রণয়।
-
বিখ্যাত সংলাপের মাধ্যমে উপন্যাসের সমাজ ও আন্দোলনভিত্তিক প্রেক্ষাপট ফুটে উঠেছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
মুমিন
-
আসাদ
-
রসুল
-
সালমা
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলার মজিপুর গ্রামে।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং লেখক।
-
হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছেন।
-
১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
জহির রায়হানের রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
জীবন থেকে নেয়া
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা
0
Updated: 1 month ago
পাকিস্তানের প্রথম সংবিধান কবে প্রণীত হয়?
Created: 1 month ago
A
১৯৪৯ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৮ সালে
পাকিস্তানের প্রথম সংবিধান
-
প্রকাশ ও কার্যকারিতা: পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে রচিত ও কার্যকর করা হয়।
-
রাষ্ট্রের নাম: সংবিধানের মাধ্যমে দেশটি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান হিসেবে পরিচিতি পায়।
-
প্রদেশ ও অঞ্চল: পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান বলা হয়।
-
রাষ্ট্রভাষা: বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
প্রণয়ন প্রক্রিয়া:
-
৮ জানুয়ারি ১৯৫৬: দ্বিতীয় গণপরিষদে সংবিধান বিল উত্থাপন।
-
২১ জানুয়ারি ১৯৫৬: বিল গণপরিষদে গৃহীত।
-
২ মার্চ ১৯৫৬: গভর্নর জেনারেল এ বিলে সম্মতি প্রদান।
-
২৩ মার্চ ১৯৫৬: সংবিধান কার্যকর।
-
-
স্থায়িত্ব: সংবিধান প্রায় আট মাস স্থায়ী ছিল। ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জেনারেল (অব:) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করে সংবিধান বাতিল করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস-
Created: 1 month ago
A
রেমিটেন্স
B
কর রাজস্ব
C
বৈদেশিক বানিজ্য
D
চামড়া শিল্প
বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো সেই সমস্ত উৎস যেখান থেকে সরকার তার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। এই আয়ের উৎস প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, যার মধ্যে কর রাজস্ব সরকারের প্রধান রাজস্ব উৎস।
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
আয় ও মুনাফা কর
-
আমদানি শুল্ক
-
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
আবগারি শুল্ক
-
সম্পূরক শুল্ক
-
যানবাহন কর
-
ভূমি রাজস্ব
-
0
Updated: 1 month ago