'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'-এ প্রার্থনাটি করেছে-
A
ভাঁড়ুদত্ত
B
চাঁদ সওদাগর
C
ঈশ্বরী পাটনী
D
নলকুবের
উত্তরের বিবরণ
• অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
- এই কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
- অন্নদামঙ্গল কাব্য তিনখণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, কালিকামঙ্গল ও মানসিংহ-ভবানন্দ খণ্ড।
- অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।
• অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
Created: 2 months ago
A
এজরা পাউন্ড
B
টি.এস.এলিয়ট
C
ডব্লিউ. বি. ইয়েটস
D
কীটস
গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫৭টি গানের একটি সংকলন।
-
এই গানগুলো তিনি মূলত ১৯০৮ ও ১৯০৯ সালে লিখেছিলেন এবং ১৯১০ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
১৯১২ সালে, তিনি নিজেই এই গানের ইংরেজি অনুবাদ করেন, যার নাম ছিল Song Offerings (অর্থাৎ ‘গীতার্ঘ্য’ বা ‘গান উৎসর্গ’)।
-
এই ইংরেজি সংস্করণের ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস্।
-
ইংরেজি অনুবাদটি তিনি কিছুটা সম্পাদনাও করেন।
-
এই গ্রন্থের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন প্রথম এশীয়, যিনি সাহিত্যে নোবেল পান।
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর বহু সুন্দর কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), ব্রিটানিকা, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 1 month ago
A
পুনরাবৃত্ত
B
পদাত্মক
C
ধ্বন্যাত্মক
D
অনুকার
ধ্বন্যাত্মক শব্দ
-
সংজ্ঞা: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
-
পুনরাবৃত্তি: ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
মধ্যবর্তী স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
Created: 3 months ago
A
সাত সাগরের মাঝি
B
পাখির বাসা
C
হাতেমতাই
D
নৌফেল ও হাতেম
● ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ হলো ফররুখ আহমদের লেখা প্রথম ও সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
বইটির শেষ কবিতার নাম ‘সাত সাগরের মাঝি’, যেটি বইয়ের নামের সঙ্গে মিল রেখে লেখা।
-
এই গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু কবিতা হলো: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
● ফররুখ আহমদ
-
তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি, যিনি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শকে কবিতায় তুলে ধরেছেন।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা তাঁর ‘লাশ’ কবিতাটি তাঁকে প্রথমবারের মতো সাহিত্যিক খ্যাতি এনে দেয়।
-
তাঁর জনপ্রিয় কাহিনিভিত্তিক কাব্য ‘হাতেমতায়ী’ এর জন্য তিনি ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান।
-
ওই একই বছরে তিনি ‘পাখির বাসা’ নামক শিশুতোষ রচনার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
● ফররুখ আহমদের কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago