বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেন?
A
আইন সচিব
B
প্রধান বিচারপতি
C
অ্যাটর্নি জেনারেল
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
অ্যাটর্নি জেনারেল হলেন সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
অ্যাটর্নি জেনারেল:
- অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
- তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দেয়। এ পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন। তাকে যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সহায়তা করেন।
দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
- তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
- সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে পুনরাদেশ না দেওয়া
সূত্র- অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 day ago
A
৩০ জন
B
৩২ জন
C
৩৪ জন
D
৪০ জন
সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং
- ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

0
Updated: 1 day ago
১৯৭৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন হয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 5 days ago
A
১৬ বার
B
১৮ বার
C
১৫ বার
D
১৭ বার
বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার মূল দলিল হিসেবে প্রণীত হয়। এটি সময়ের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে একাধিকবার সংশোধিত হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালে এবং সর্বমোট ১৭ বার সংশোধন সম্পন্ন হয়েছে।
-
১৯৭৩ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয়।
-
সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে।
-
এই ১৭টি সংশোধনীর মধ্যে—
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার
-
জিয়াউর রহমানের সময়ে ২ বার
-
এরশাদের সময়ে ৪ বার
-
শেখ হাসিনার সরকারের সময়ে ৩ বার
-
খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার
-

0
Updated: 5 days ago
কোন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
Created: 3 weeks ago
A
চাকমা
B
ত্রিপুরা
C
লুসাই
D
গারো
গারো জনগোষ্ঠী
-
গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা দেশের টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠী বসবাস করে।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করেছিল।
-
পরে ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এরা বসতি গড়ে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারে মা কর্তা ও সম্পত্তির অধিকারী, পিতা পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুযায়ী পরিচিত হয়।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago