কোন রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের উদ্বোধন করেন?
A
খন্দকার মোশতাক আহমেদ
B
জিয়াউর রহমান
C
আব্দুস সাত্তার
D
উপরের কেউ নন
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
জাতীয় সংসদ:
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
- এই ভবনটি শের-ই-বাংলা নগরে অবস্থিত এবং এর নকশা করেছেন বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান।
- তবে লুই আই কানের মৃত্যুর পর, হেনরি এম প্যামব্যাম ও মাজহারুল ইসলাম এর নির্মাণ কাজ শেষ করেন।
- এটি বাংলাদেশের আইন প্রণয়ন ও জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনার প্রধান কেন্দ্র।

0
Updated: 1 day ago
পাকিস্তানের কোন প্রেসিডেন্ট 'মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন?
Created: 1 day ago
A
ইস্কান্দার মির্জা
B
আইয়ুব খান
C
জুলফিকার আলী ভুট্টো
D
লিয়াকত আলী খান
মৌলিক গণতন্ত্র:
- মৌলিক গণতন্ত্র
১৯৬০-এর দশকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত একটি স্থানীয় সরকার পদ্ধতি।
- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারি করেন।
- প্রারম্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচ স্তরবিশিষ্ট ব্যবস্থা।
- নিম্ন থেকে শুরু করে এ স্তরগুলো ছিল:
- ইউনিয়ন পরিষদ (পল্লী এলাকায়) এবং শহর ও ইউনিয়ন কমিটি (পৌর এলাকায়),
- থানা পরিষদ (পূর্ব পাকিস্তানে), তহশিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে),
- জেলা পরিষদ,
- বিভাগীয় পরিষদ এবং
- প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ।

0
Updated: 1 day ago
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Created: 5 days ago
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
রাজশাহী
D
খুলনা
বাংলাদেশের ডাক বিভাগে দক্ষ জনবল তৈরি ও আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পোস্টাল একাডেমি। এটি মূলত ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন ও মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
-
বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহী শহরে অবস্থিত।
-
এটি জাতীয়ভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
-
স্বাধীনতার পরপরই এর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৭৪ সালে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
-
একাডেমি আনুষ্ঠানিকভাবে ১৯৮২ সালে রাজশাহীতে যাত্রা শুরু করে।
-
পরবর্তীতে ১৯৮৬ সালে এটি পুনর্গঠিত ও বর্তমান রূপে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে একাডেমি প্রায় ৬০০টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে, যেখানে অংশ নিয়েছেন ৬,০০০-এর বেশি প্রশিক্ষণার্থী।
-
প্রশিক্ষণ কার্যক্রম মূলত পোস্টাল ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও জনসংযোগ ইত্যাদি বিষয়ে কেন্দ্রীভূত।

0
Updated: 5 days ago
’ফোকেটিং’ কোন দেশের আইনসভা?
Created: 2 weeks ago
A
সুইডেন
B
ডেনমার্ক
C
আফগানিস্তান
D
আইসল্যান্ড
বিভিন্ন দেশের আইনসভার নাম:
-
ডেনমার্ক: ফোকেটিং (Folketing)।
-
আফগানিস্তান: লয়াজিরগা (Loya Jirga)।
-
নেপাল: ফেডারেল পার্লামেন্ট (Federal Parliament)।
-
সুইডেন: রিক্সড্যাগ (Riksdag)।
-
আইসল্যান্ড: আলথিং (Althing)।
-
ফিনল্যান্ড: এডুসকুন্ডা (Eduskunta)।
-
ইসরায়েল: নেসেট (Knesset)।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago