Synonym of "Tranquil":
A
Noisy
B
Angry
C
Calm
D
Tense
উত্তরের বিবরণ
Tranquil means peaceful and calm.
Tranquil
-
Bangla Meaning: শান্ত; চুপচাপ।
-
English Meaning: free from disturbance or turmoil.
Correct Answer: C) Calm
Other options:
A) Noisy
-
Bangla Meaning: কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ।
-
English Meaning: full of or characterized by noise or clamor.
B) Angry
-
Bangla Meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
-
English Meaning: feeling or showing anger.
D) Tense
-
Bangla Meaning: টানটানভাবে প্রসারিত; চাপা উত্তেজনায় কঠিন ভারপ্রাপ্ত।
-
English Meaning: stretched tight : made taut : rigid.

0
Updated: 1 day ago
"Revive" is synonymous with:
Created: 4 days ago
A
Restore
B
Separate
C
Skillful
D
Deteriorate
সঠিক উত্তর হলো Restore।
Revive একটি Verb। এটি বোঝায় কোনো কিছুকে আবার জীবন, চেতনা বা উন্নত অবস্থায় ফিরিয়ে আনা; স্বাস্থ্য বা শক্তি পুনরুদ্ধার করা।
-
বাংলা অর্থ: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
-
সমার্থক শব্দ:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটানো বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
-

0
Updated: 4 days ago
Which of the following is a synonym for "fluke"?
Created: 4 weeks ago
A
Accident
B
Certainty
C
Assent
D
Autonomy
Correct Answer: Accident.
• Fluke (noun):
English Meaning: A lucky or unusual thing that happens by accident, not because of planning or skill.
Bangla Meaning: অপ্রত্যাশিত বা আকস্মিকভাবে প্রাপ্ত কোনো কিছু; আকস্মিক সৌভাগ্য।
Synonyms: Blessing (আশীর্বাদ), Accident (দুর্ঘটনা), Quirk, (হঠাৎ), Fortuity (দৈব ঘটনা), Gift (উপহার)।
Antonyms: Certainty (নিশ্চিত), Solid (কঠিন), Real (প্রকৃত), Calculation (বাস্তব, নিশ্চিত, দৃঢ়), Genuine (খাঁটি, অকৃত্রিম)।
Other Forms:
- Fluky (Adjective).
- Flukiness (Noun).
Other options:
- Assent - সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ।
- Autonomy - স্বায়ত্তশাসন; স্বাধীনতা।
Example Sentence:
1. They are determined to show that their last win was no fluke.
2. The fluke, a flatfish similar to flounder, scratched that special itch for me.

0
Updated: 4 weeks ago
The synonym of "Sedentary" is -
Created: 2 weeks ago
A
Dynamic
B
Restraint
C
Inert
D
Ardent
The synonym of "Sedentary" is - গ) Inert
Sedentary (adjective)
-
English Meaning: Involving little exercise or physical activity.
-
Bangla Meaning: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।
Synonyms:
-
Quiescent (শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়)
-
Inert (জড়; অচেতন)
-
Stationary (স্থির; নিশ্চল; অনড়)
Antonyms:
-
Dynamic (গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ)
-
Vigorous (বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান)
-
Animated (প্রাণসঞ্চার; উদ্দীপিত বা প্রাণবন্ত; অনুপ্রাণিত)
Example Sentences:
-
A sedentary lifestyle can lead to various health problems.
-
His job as a computer programmer is mostly sedentary.
Other options:
-
Restraint (সংযতকরণ)
-
Ardent (অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী)
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago